রেস্তরাঁর মুখশুদ্ধিতে ড্রাই আইস! মুখে দিতেই হড়হড় করে বমি, আশঙ্কাজনক ৪
এই সময় | ০৫ মার্চ ২০২৪
ভুলবশত মাউথ ফ্রেশনার হিসেবে ড্রাই আইস দেওয়া হয়েছিল রেস্তরাঁয় আসা ৫ খরিদ্দারকে। এরপরেই ঘটল বিপত্তি। মুখ থেকে রক্ত পড়তে শুরু করে তাঁদের। পরে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের একটি ক্যাফেতে। ঘটনায় ক্যাফের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
ঘটনাটি কী ঘটেছে
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২ মার্চ অর্থাৎ শনিবার। গুরুগ্রামের বাসিন্দা অঙ্কিত কুমার নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও বন্ধুদের সঙ্গে রাতে সেক্টর-৯০-এর একটি রেস্তরাঁয় গিয়েছিলেন রাতের খাওয়া দাওয়া সারতে। খাওয়া দাওয়ার পর মাউথ ফ্রেশনার দিয়েছিলেন রেস্তরাঁর একজন ওয়েটার। আর সেটা মুখে দেওয়া পর শরীরিক অস্বস্তি শুরু হয় তাঁদের। জ্বলতে থাকে মুখ। কিছুক্ষণ পরেই মুখ দিয়ে বের হতে থাকে রক্ত। এরপরেই তড়িঘড়ি তাঁদের পাঁচ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চারজন গুরুগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
কী জানিয়েছেন অঙ্কিত
একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে অঙ্কিত নামে ভুক্তভোগী জানিয়েছেন, মাউথ ফ্রেশনারের প্যাকেটটি হাসপাতালের একজন চিকিৎসককে দেখিয়েছিলেন তিনি। মাউথ ফ্রেশনার পরিবর্তে তাতে ড্রাই আইস (কার্বন-ডাই-অক্সাইডের রূপ) ছিল বলে জানিয়েছেন ওই চিকিৎসক। এটা এক ধরনের অ্যাসিড। এতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে।
পুলিশে অভিযোগ দায়ের
হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেই সঙ্গে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ভিত্তিতে অভিযুক্ত রেস্তরাঁর মালিকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৮ এবং ১২০বি ধরায় করা হয়েছে মামলা। এরই পাশাপাশি পুলিশ জানিয়েছে, মাউথ ফ্রেশনারের নমুনাটি এফএসএলে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এদিকে, এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। পুলিশ রেস্তরাঁটি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
ক্যাফের ম্যানেজার কী বলছেন
মাউথ ফ্রেশনারের পরিবর্তে ড্রাই আইস পরিবেশন নিয়ে সাফাই দিয়েছেন রেস্তরাঁর ম্যানেজার গগন। ওয়েটারদের গাফিলতিতেই ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন তিনি। তদন্তে পুলিশকে সাহায্য করা হবে বলেও দিয়েছেন আশ্বাস। এদিকে, ঘটনার পর রেস্তরাঁর মালিক দিয়েছেন গা ঢাকা। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুব শীঘ্রই মালিককে গ্রেফতার করা বলে বলেও দেওয়া হয়েছে আশ্বাস।