পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র এক খবর শিরোনামে। এই আসন থেকেই ভোজপুরী অভিনেতা পবন সিংকে টিকিট দিয়েছিল BJP। তবে তিনি ভোটের লড়াই থেকে পিছিয়ে এসেছেন। এরপর থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে পবন সিংয়ের বদলে তবে কে?পবন সিংয়ের বদলে অক্ষরা সিং?জল্পনা রটেছে আসানসোল থেকে পবন সিংয়ের বদলে ভোজপুরী ইন্ডাস্ট্রিরই অপর তারকা অক্ষরা সিংকে প্রার্থী করতে পারে BJP। যদিও এই নিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ভোজপুরী এই অভিনেত্রীকে নিয়ে। এই নিয়ে এবার সংবাদমাধ্যম সরাসরি প্রশ্ন করে অক্ষরা সিংকে। এই নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাত জোড় করে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।
অক্ষরার প্রতিক্রিয়াসোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বদলে প্রার্থী হিসেবে BJP-র তরফে দাঁড় করানো হতে পারেন অক্ষরা সিং। এই জল্পনার মাঝেই মধ্য প্রদেশের বাবা বাগেশ্বর ধামে যেতে দেখা গেল ভোজপুরী এই অভিনেত্রীকে। তাঁকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, BJP-র তরফে অক্ষরাকে আসানসোল থেকে দাঁড় করানোর প্রস্তুতি চলছে বলে শোনা গিয়েছে। প্রতিক্রিয়ায় কেবলমাত্র হাত জোড় করে হাসেন ভোজপুরী অভিনেত্রী।
আসানসোল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার পর পবন সিংয়ের বদলে কোনও মহিলা প্রার্থীকে দাঁড় করাতে পারে BJP। সোশ্যাল মিডিয়ায় এমনটাই রটে গিয়েছে। আর এখানেই অক্ষরা সিংকে নিয়ে জোর চর্চা। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক রয়েছে অক্ষরা সিংয়ের। পবন সিংয়ের সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে একাধিক রটনা রয়েছে।
পবন ও অক্ষরার সম্পর্কএকটি সাক্ষাৎকারে, অক্ষরা তাঁর এবং পবন সিংয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন। পবন সিং তাঁকে বছরের পর বছর ধরে বোকা বানিয়ে এসেছেন বলে উল্লেখ করেছেন ভোজপুরী অভিনেত্রী। তিনি ভুল ব্যক্তির প্রেমে পড়েছেন বলেও জানান অক্ষরা সিং। পবন সিং প্রেমের নামে তাঁকে নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ নায়িকার। কোনও ভুল করলেই অক্ষরার উপর অসম্ভব চিৎকার করতেন, চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলতেন বলে জানিয়েছেন অক্ষরা। তাঁর হাত ভেঙে দিয়েছিলেন পবন সিং। এমনটাও অভিযোগ অক্ষরার
সিদ্ধান্ত বদলাবেন পবন?আসনসোল থেকে ভোট লড়তে অস্বীকার করার পর জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন পবন সিং। তবে কি শীর্ষ নেতৃত্বের পরামর্শে সিদ্ধান্ত বদলাবেন? বৈঠক শেষে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে বলেন, 'যা হবে ভালোর জন্যই হবে।'