এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু সাত দফার লোকসভা ভোট? নির্ঘণ্ট ঘোষণা কবে?
এই সময় | ০৫ মার্চ ২০২৪
লোকসভা ভোট ঘিরে ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। কবে ভোটের দিন ঘোষণা হবে, তা জানতে আগ্রহ তুঙ্গে। নির্ঘণ্ট ঘোষণার দিনক্ষণ নিয়ে এবার মিলল বড় আপডেট।কবে প্রকাশ লোকসভা ভোটের নির্ঘণ্ট?সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১৪ কিংবা ১৫ মার্চ ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের নির্ঘণ্ট। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক সম্মেলন করে ১৮তম লোকসভা ভোটের দিন ঘোষণা হবে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, সাত দফায় হতে পারে লোকসভা ভোট।
কবে থেকে লোকসভা ভোট?কবে থেকে শুরু হতে পারে লোকসভা ভোট? সূত্র মারফত এও জানা যাচ্ছে, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে লোকসভা ভোট ২০২৪। ফলে ঘোষণার পর ১৪-১৫ মার্চ থেকেই কার্যকর হতে চলেছে আদর্শ নির্বাচনী আচরণবিধি।
কী জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক?জল্পনার মাঝে জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক পি কে পোলে বলেন, 'আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে লোকসভা ভোটের সময়সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন।' এই মুহূর্তে কমিশনের আধিকারিকরা একাধিক রাজ্য সফরে যাচ্ছেন। সংশ্লিষ্ট রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সমস্যা পর্যালোচনা করে সমাধান বের করার উপায় বাতলে দিচ্ছেন কমিশনের কর্তারা। লোকসভার মতো বড় মাপের নির্বাচন করানোর মতো পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে কি না, তাও দেখা হচ্ছে প্রত্যেক রাজ্যে। জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক আরও বলেন, 'অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করানোই আমাদের একমাত্র লক্ষ্য। গতবারের তুলনায় এই লোকসভায় ভোটারদের উপস্থিতির হার বাড়াতে আমরা তৎপর। নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচনের সময় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার কথাও জানানো হয়েছে।'
ফেক মেসেজ নিয়ে কমিশনের সতর্কতাসোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে একটি মেসেজ। যেখানে দেখা গিয়েছে, নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা ভোটের দিন ঘোষণা করেছে। ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট এবং ফলগণনা হবে ২২ মে। কিন্তু, একটি অফিসিয়াল বিবৃতি নিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মেসেজ সম্পূর্ণ ভুয়ো। ২০১৯ সালের সময়সূচিকে ২০২৪ বলে প্রচার করা হচ্ছে। তা ছড়িয়ে দেওয়া হয়েছে নেটমাধ্যমে। এখনও পর্যন্ত ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে কোনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। বিভ্রান্তিমূলক মেসেজটির কোনও সত্যতা নেই।