• Justice Abhijit Ganguly: শুভেন্দু সহ তৃণমূল নেতারা নারদে কাণ্ডে চক্রান্তের শিকার! মন্তব্য বিজেপিমুখী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ মার্চ ২০২৪
  • Former Justice Abhijit Ganguly On Narada Case:

    দুর্নীতি বিরোধী লড়াইয়ে বিচারপতির চেয়ার ছেড়ে রাজনীতিতে এসেছেন

    সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ দিচ্ছেন বিজেপিতে।

    এই দলেই রয়েছেন নারদ দুর্নীতি মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে বিজেপিমুখী অভিজিৎবাবুকে প্রশ্ন ছিল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নারদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল! সেই এখন তাঁর কী মত? জবাবে প্রাক্তন বিচারপতি সাফ বলে দেন, ‘শুভেন্দু চক্রান্তের শিকার।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)