• Lok Sabha Election 2024 Campaign: এমন কাণ্ডে জোর গুঞ্জন! BJP প্রার্থীকে বুকে টানলেন তৃণমূল বিধায়ক, পা ছুঁলেন পদ্ম প্রার্থীও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ মার্চ ২০২৪
  • Lok Sabha Election 2024 Campaign:

    রাজ্যর শাসকদল তৃণমূলের (TMC) সঙ্গে বিরোধী বিজেপির ফি দিন ‘আকচাআকচি’ লেগেই চলেছে। BJP-র বিরুদ্ধে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে নিত্যদিন বঙ্গ রাজনীতির আহিনা তপ্ত করছে তৃণমূল। উল্টোদিকে, পদ্ম শিবিরও দুর্নীতির একগুচ্ছ অভিযোগ টেনে শাসকদল তৃণমূলকে নিয়ম করে কাঠগড়ায় তুলছে। এই আবহেই লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) এরাজ্যের ২০ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে প্রচারও। এরই মধ্যে দেখা গেল এক বিরল ছবি। যা নিয়ে হইচই শুরু মালদা (Malda) জেলা রাজনীতিতে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)