ভোট মানেই বাংলায় চরম উত্তেজনা। হিংসা, রক্তপাত! সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছে। কথা হয়েছে, সব মুখ্যসচিব, ডিজি সহ সব জেলায় ডিএম ও এসপি-দের সঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলগুলিরও বক্তব্য ও অভাব-অভিযোগের কথা শুনেছে কমিশন। এই পরিস্থিতিতে মঙ্গলবার শহরের এক হোটেলে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের তরফে জানানো হয়, ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসা রোখার চেষ্টা করা হবে। অর্থ ও পেশিশক্তির প্রলোভন রুখতে সক্রিয় হবেন তাঁরা। ভোটে নজরদারিতে এবার কেন্দ্রীয় এজেন্সির শরণাপন্ন হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কোনও মতেই অশান্তি বরদাস্ত করা হবে না।