IND vs ENG: টিম ইন্ডিয়া ছেড়ে বিলাসপুর যাচ্ছেন রোহিত-দ্রাবিড়! পঞ্চম টেস্টের আগেই বিরাট আপডেট
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ মার্চ ২০২৪
India vs England 5th Test: অসময়ে বৃষ্টি। তাতেই পিচ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। একদিন আগে পর্যন্ত পিচ অগোছালো ছিল। তবে সোমবার আবহাওয়ার উন্নতি হতেই ধর্মশালায় পিচ কিউরেটররা জোর কদমে নেমে পড়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে। গত কয়েকদিন ধরেই পিচ প্রস্তুতকারকরা টিম ইন্ডিয়ার সঙ্গে আলোচনা সারছেন। টিম ইন্ডিয়ার ইনপুটস মেনেই পিচ তৈরির কাজ চলছে। তবে নৈসর্গিক দৃশ্য সম্বলিত এই স্টেডিয়ামে ইংল্যান্ড দলকে সম্ভবত আরও একবার স্লো টার্নারের মোকাবিলা করতে হবে।