• এলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষতম ধনী জেফ বেজোস
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ টেসলা নির্মাতা ও টুইটারের সিইও এলন মাস্ককে টপকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। নয় মাসেরও বেশি সময় পর এলন মাস্ক ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান হারালেন। প্রথমবার এই তালিকায় সবার উপরে উঠে এলেন বেজোস। ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্সে জানা গেছে, সোমবার টেসলার শেয়ার ৭.‌২ শতাংশ পড়ে যায়। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, এর জেরে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৯৭.‌৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে, সোমবার বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০.৩ বিলিয়ন ডলার। প্রসঙ্গত টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিঙ্কের প্রধান হিসেবে রয়েছেন এলন মাস্ক। অন্যদিকে, বেজোসের নেতৃত্বে অ্যামাজন এখন ই–কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাও পরিচালনা করছে। এছাড়াও মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’–এর প্রতিষ্ঠাতা তিনি।
  • Link to this news (আজকাল)