• পঞ্চম টেস্টেও স্লো টার্নার, ধর্মশালার সৌন্দর্যে মজে স্টোকসরা...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিয়েছে রোহিতরা। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ এগিয়ে ভারত। বৃহস্পতিবার শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট। বিশাখাপত্তনাম, রাজকোট, রাঁচির পর ধর্মশালায়ও স্পিন সহায়ক উইকেটই থাকছে। স্টেডিয়ামের প্রধান উইকেটের রং ব্রাউন। বৃষ্টির জন্য শেষ কয়েকদিন পিচে কোনও কাজ করতে পারেনি গ্রাউন্ড স্টাফরা। কিন্তু সোমবার আকাশ পরিষ্কার থাকায় পিচ কিউরেটররা কিছু কাজ করতে পেরেছে। শেষপর্যন্ত কেমন পিচ হবে এখনই বোঝা যাচ্ছে না। তবে ধর্মশালায়ও স্লো টার্নার হওয়ার সম্ভাবনা বেশি। হায়দরাবাদ টেস্ট হারার পর এইধরনের উইকেটে প্রত্যাবর্তন করেছে ভারত। ফাইনাল টেস্টের আগে সিরিজ পকেটে পুরে নেয় রোহিতরা‌। ধর্মশালায়ও স্পিন সহায়ক উইকেট করেই বাজিমাত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অসময়ের বৃষ্টির জন্য স্টেডিয়ামের আউটফিল্ড একটু স্যাঁতস্যাতে রয়েছে। গত মার্চে আউটফিল্ডের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ মিনিটে ইন্দোরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপর বিশ্বকাপের একাধিক ম্যাচ হয়েছে ধর্মশালায়। রঞ্জি ট্রফির খেলাও হয়েছে। তাই আউটফিল্ডকে কেন্দ্র করে কোনও সমস্যা নেই। ধর্মশালার সৌন্দর্য উপভোগ করছেন বেন স্টোকসরা।‌ প্র্যাকটিসের ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়ছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। বাদ নেই ভারতীয়রাও। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর সহ ভারতের কোচিং স্টাফও প্রস্তুতির ফাঁকে দৃশ্য উপভোগ করতে বেরিয়ে পড়ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে।
  • Link to this news (আজকাল)