• প্রধানমন্ত্রী চান জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সকলে অভুক্ত অবস্থায় মারা যাক: রাহুল গান্ধী...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে তার আগেই চলছে বাকযুদ্ধ। মঙ্গলবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সকলে অভুক্ত হয়ে মারা যাক। মধ্যপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে একথা বলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদকে এদিন বিজেপি সমর্থকরা মোদি শ্লোগান এবং জয় শ্রীরাম শ্লোগান দিয়ে অভ্যর্থনা করেন। এখানেই শেষ নয়, বিজেপি সমর্থকরা রাহুল গান্ধীকে আলু তুলে দেন এবং সেটাকে সোনায় পরিবর্তিত করে ফেরত চান। এরপরই বিজেপি সমর্থকদের উদ্দেশে মুখ খোলেন রাহুল। এদিন অগ্নিবীর প্রকল্প নিয়েও বিজেপি সরকারকে কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, অগ্নিবীর নিয়ে বিজেপি যে খেলা খেলেছে তাতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে দেশের সেনাবাহিনী। এরপর দেশের বেকারত্ব নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতের বেকারত্ব পাকিস্তানের থেকেও বেশি। পাকিস্তানে যেখানে বেকারত্বের হার ১২ শতাংশ, সেখানে ভারতের বেকারত্বের হার ২৩ শতাংশ। 
  • Link to this news (আজকাল)