• গুরগাঁওতে ‘শুষ্ক বরফ’ খেয়ে রক্তবমি করল ক্রেতারা
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গুরগাঁওয়ের একটি ক্যাফেতে অশান্তি। ২ মার্চ ক্যাফেতে রাতের খাবার খাওয়ার পর মাউথ ফ্রেশনার খাওয়ার পর পাঁচজন ক্রেতার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। তাঁরা জানান, যেন মুখ জ্বলে যাচ্ছে তাঁদের। ক্যাফের একটি ভিডিও রেকর্ডিংয়ে দেখা যায় পাঁচজনেই চিৎকার করছেন এবং বমি করছেন। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ক্যাফের পক্ষ থেকে বলা হয়েছে তাঁদের সকলকেই শুষ্ক বরফ দেওয়া হয়েছিল। যার ফলেই এই ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি হয়। একে খাবার ভাল রাখার জন্য অনেকে ব্যবহার করে থাকেন। তবে এটি মুখে চলে যাওয়ার ফলে জিভের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। ফলে বমি হয়েছে সকলের। সঠিক সময় চিকিৎসা না করা হলে এরফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। ক্যাফের বিরুদ্ধে মামলা করে তদন্তে নেমেছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)