• রাহুলকে চ্যালেঞ্জ স্মৃতি ইরানির
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। নাগপুরে একটি সম্মেলনে যোগ দিয়ে স্মৃতি বলেন, বিগত ১০ বছরে বিজেপির নেতৃত্বে এনডি এবং কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকারের তুলনা করা হোক। যদি রাহুল গান্ধীর কানে আমার কথা যাচ্ছে তবে তাঁকে চ্যালেঞ্জ করছি দুই সরকারের ১০ বছরের উন্নতির খতিয়ান নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করা হোক। সেখানেই সমস্ত বিতর্ক হবে। স্মৃতি আরও বলেন, আমাদের সামান্য একজন দলীয় কর্মীর সেই ক্ষমতা রয়েছে যেখান থেকে সে রাহুল গান্ধীর সামনে বসে বিতর্ক করতে পারে। স্মৃতির দাবি, যেভাবে বিগত ১০ বছরে গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, শৌচালয় তৈরি হয়েছে, ৮০ কোটি ভারতীয়কে বিনামূল্য রেশন দেওয়া হচ্ছে তা দেশের আগের কোনও সরকার করেনি। তিনি আরও বলেন, রাম মন্দির উদ্বোধনে রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত ইগোর কারণে তিনি সেখানে আসেননি। এরফলেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে কংগ্রেস শিবির।  
  • Link to this news (আজকাল)