• ‌‌আগামী তিন দিনে সামান্য কমবে সর্বনিম্ন তাপমাত্রা
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তাপমাত্রা কমার ইঙ্গিত দিল হাওয়া অফিস। আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী তিন দিন তাপমাত্রা কমতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাতের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। হালকা উত্তর–পশ্চিমের হাওয়া বইবে। যার জেরে আগামী তিন দিন সামান্য নামবে তাপমাত্রা। তবে তিন দিন পর রাজ্যজুড়ে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এদিকে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.‌৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের দার্জিলিংয়ে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে।  
  • Link to this news (আজকাল)