• পদত্যাগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ডাকযোগে ইস্তফাপত্র রাষ্ট্রপতি-দেশের প্রধান বিচারপতিকে...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগেই ঘোষণা করেছিলেন, বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন তিনি। মঙ্গলবার সকালে নজর ছিল সেদিকেই। এদিন সকালে দেখা গেল, শেষবারের মতো বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সকাল ১০টার কিছু পরেই পৌঁছে যান আদালতে। তার কিছুক্ষণেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ডাকযোগে নিজের ইস্তফা পত্র পাঠান দেশের রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতিকে। পদত্যাগের পর তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেন। তাঁর পদত্যাগের ঘোষণার পর থেকেই শুরু হয় জল্পনা। তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন তা নিয়ে। বিচারপতি জানিয়েছিলেন, পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মতে, এদিনের সাংবাদিক বৈঠকেই অবসান হবে জল্পনার।
  • Link to this news (আজকাল)