• ইজরায়েলে মিসাইল হামলা, নিহত কেরালার যুবক
    দৈনিক স্টেটসম্যান | ০৫ মার্চ ২০২৪
  • তেল আভিভ, ৫ মার্চ: ইজরায়েল ও হামাস জঙ্গিগোষ্ঠীর সংঘর্ষে এবার প্রাণ গেল এক ভারতীয়ের। এতদিন এই যুদ্ধে বহু মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু সেখানে ইজরায়েল ও হামাস গোষ্ঠীর মানুষদেরই ক্ষতি হয়েছে। খুবই করুণ অবস্থা হয়েছে গাজা ও প্যালেস্তাইনের। হাজার হাজার মানুষের মৃত্যু মিছিল অব্যাহত। শুধু তাই নয়, এই যুদ্ধের সঙ্গে সঙ্গে নেমে এসেছে খাদ্য সঙ্কট, পানীয় জল সঙ্কটের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা। তবে ইজরায়েল ও হামাসের যুদ্ধে এর আগে কোনও ভারতীয়ের মৃত্যুর খবর সামনে আসেনি। এটাই প্রথম। মৃত ওই ভারতীয় কেরালার বাসিন্দা বলে জানা গিয়েছে।
    আজ, মঙ্গলবার ইজরায়েলের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গতকাল সোমবার হেজবল্লা জঙ্গিগোষ্ঠীর মিসাইল হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আহত ও নিহত ওই তিনজন ব্যক্তি ইজরায়েলের মার্গালিয়ট এলাকায় একটি বাগানে চাষের কাজে ব্যস্ত ছিল। আচমকা সেখানে একটি মিসাইল আছড়ে পড়ে। যার ফলে ওই ভারতীয় যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়ি কেরালাতে। সূত্রের খবর, লেবাননের দিক থেকে ওই অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলটি জনবসতিপূর্ণ এলাকায় ছোঁড়া হয়। এভাবে হেজবল্লা জঙ্গি গোষ্ঠী হামাসের পাশে দাঁড়িয়ে লেবানন থেকে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)