প্রচুর ব্যাগপত্র নিয়ে কলকাতার পথে রওনা দেবশ্রীর, পাচ্ছেন না টিকিট'
২৪ ঘন্টা | ০৫ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রার্থী হতে না পেরে রায়গঞ্জ ছাড়লেন দেবশ্রী! রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেই রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে নিয়ে জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে।‘শীতের পোষাক আর সব্জী-চাল নিয়ে যাচ্ছি’ দাবী দেবশ্রীর। তৃণমুলের পাশাপাশি বিজেপিতেই দেবশ্রী চৌধুরীর বিক্ষুব্ধ গোষ্ঠীর কটাক্ষ তাঁকে। উনি রায়গঞ্জের প্রার্থী হতে পারছেন না জেনেই রায়গঞ্জ থেকে কলকাতা ফিরে যাচ্ছেন বলে তাদের জোড়ালো দাবী। যদিও এই বিষয়ে মুখে কুলুপ জেলা নেতৃত্বের।
কিছুদিন আগেই, ‘বহিরাগত দেবশ্রী চৌধুরী নয়, ভূমিপুত্রদের প্রার্থী করতে হবে’, এই পোস্টার দিয়ে রায়গঞ্জ শহরে দন্ডীযাত্রা করে দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিজেপির নেতা কর্মীরা। তাঁদের নেতৃত্বে ছিলেন, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি।আর এরই মধ্যে বিজেপির বাংলায় প্রথম ২০ জন প্রার্থীর তালিকায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নাম না থাকায় জল্পনা বাড়ছিল, যে তবে কী তিনি রায়গঞ্জের প্রার্থী হচ্ছেন না?আর এরই মধ্যে সোমবার রাতে রায়গঞ্জ থেকে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে অনেক ব্যাগপত্র নিয়ে দেবশ্রী চৌধুরীর কোলকাতার উদ্দ্যেশ্যে যাত্রায় রহস্য দেখছেন বিজেপিরই একাংশ।যদিও দেবশ্রী চৌধুরী ট্রেনে ওঠার আগে অবশ্য দাবী করেছেন এই ব্যাগ তাঁর ভাইয়ের। আবার বলেছেন তাঁর শীতের পোষাক নিয়ে যাচ্ছেন। আর আলু, চাল, এঁচোর ইত্যাদি নিয়ে যাচ্ছেন তাঁর কোলকাতার বাড়িতে। আর দেবশ্রীর এই অসংলগ্ন কথায় বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এঁচোড়, আলু এসব তো কলকাতাতেই পাওয়া যায়, আর তিনি সাংসদ তাই উচ্চ নেতৃত্ব যে তাঁকে রায়গঞ্জ লোকসভায় পুনরায় প্রার্থী করছে না সেটা তিনি জেনে বুঝেই রায়গঞ্জ থেকে পাততাড়ি গোটাচ্ছেন বলে দেবশ্রী চৌধুরী বিরোধী গোষ্ঠীর দাবী।অন্যদিকে দেবশ্রী চৌধুরী যে প্রার্থী হতে পারছেন না তা জেনেই চলে যাচ্ছেন। আর তাদের দলকেও দেবশ্রীর রায়গঞ্জ ছাড়ার মতই ভারত থেকে চলে যেতে হবে বলে কটাক্ষ করেন জেলা তৃণমুল নেতৃত্ব।যদিও এই বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু দেবশ্রীর এই বিপুল ব্যাগপত্র নিয়ে কলকাতা যাওয়া নিয়ে রহস্য আছে কী না তা সময়ই বলবে।