• সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, বিজেপিতেই অভিজিৎ, জানালেন যোগদানের কারণ
    প্রতিদিন | ০৫ মার্চ ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর! বিজেপিতেই যোগ দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Gangopadhyay)। সম্ভবত ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া শিবিরে যোগ দেবেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিলেন তিনি। তবে কোন আসন থেকে লড়াই করবেন তা এখনও ঠিক হয়নি। এবিষয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

    অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, ?বিজেপি একমাত্র সর্বভারতীয় দল। ওরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। তাই বিজেপিতে যোগ দিচ্ছি।? সঙ্গে তাঁর সংযোজন, ?খুব অল্প সময়ে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। বিজেপি আমাকে প্রস্তাব দেয়। ৭ দিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি।? ওই সময় তিনি আদালতে বসিনি। এই ৭ দিন আইনের কোনও কাজ করেননি। তখন বিজেপির সঙ্গে কথা চলেছিল। এর পরই পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলেন ?বহুচর্চিত? প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শেষে তাঁর খোঁচা, তৃণমূল মুখপাত্রদের অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম। ওঁরা আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই চ্যালেঞ্জ স্বীকার করে ভোটের ময়দানে চলে এলাম।? একইসঙ্গে জানিয়ে দিলেন কেন তিনি কংগ্রেস বা সিপিএমে যোগ দিচ্ছেন না।
  • Link to this news (প্রতিদিন)