• জোট নিয়ে দোলাচলে বিরক্ত সিপিএম, ৪২ আসনেই প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি বামেদের
    প্রতিদিন | ০৫ মার্চ ২০২৪
  • স্টাফ রিপোর্টার : রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়নি বামেদের। এআইসিসি (AICC) নেতৃত্ব ঝুঁকে তৃণমূলে (TMC)। প্রদেশ নেতৃত্ব চায় বাম সঙ্গ। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অধরা। জোট করা নিয়ে কংগ্রেসের দোলাচলে বিরক্ত সিপিএম (CPM)। তাই কংগ্রেসের (Congress) সঙ্গে আসন সমঝোতার আগেই ৪২ আসনের প্রার্থী তালিকা চূডান্ত করেছে বামেরা। প্রার্থী দিতে প্রস্তুত সেকথা সোমবার জানিয়েছেন সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম।

    সূত্রের খবর, আজ সিপিএম রাজ‌্য সম্পাদকমণ্ডলীর বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। এতদিন ধরে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার পথ খুলে রেখেছিল সিপিএম। অন‌্যদিকে এআইসিসি তৃণমূলে ঝঁুকে থাকায় প্রদেশ কংগ্রেস কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি বামেদের। তাই হতাশ হয়ে রবিবারই আপাতত ৪২ কেন্দ্রেই নিজেদের সম্ভাব‌্য প্রার্থীর নাম প্রস্তুত করেছে কংগ্রেস।
  • Link to this news (প্রতিদিন)