• Calcutta High Court : অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতিতে বিলম্ব, তোপে সরকার
    এই সময় | ০৫ মার্চ ২০২৪
  • এই সময়: এসএসসি’র নিয়োগ-দুর্নীতি মামলায় ধৃত সরকারি অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপে দু’বছরেও সিবিআইকে স্যাংশন বা অনুমতি না দেওয়ায় হাইকোর্টের প্রবল ক্ষোভের মুখে পড়ল রাজ্য। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ প্রবল সমালোচনা করে রাজ্যের। কতদিনে ওই স্যাংশন দিতে পারবে রাজ্য, দফায় দফায় সে প্রশ্ন করেও জবাব না-পেয়ে আজ, মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডিভিশন বেঞ্চ। না হলে আদালতই পদক্ষেপ করতে পারে বলে জানিয়েছেন বিচারপতিরা।এই মামলায় কবে চার্জশিট দাখিল হয়েছে, সিবিআইয়ের কাছে তা জানতে চায় আদালত। সিবিআই জানায়, চার্জশিট ফাইল হলেও ধৃত মন্ত্রী ছাড়া বেশ কয়েক জন আধিকারিককের ক্ষেত্রে রাজ্যের স্যাংশন এখনও মেলেনি। ফলে চার্জ ফ্রেম করা যাচ্ছে না। আদালত প্রশ্ন করে, কে দেবেন এই অনুমতি? সিবিআই জানায়, রাজ্যের তরফে মুখ্যসচিবেরই এই অমুমতি দেওয়ার কথা। এজলাসে উপস্থিত রাজ্যের এক আইনজীবীকে এই নিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দেয় আদালত।

    কিন্তু দু’দফায় রাজ্য সময় চায়। তাতে রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্যকে বিচারপতি বসাক প্রশ্ন করেন, কতদিনে জবাব দিতে পারবে রাজ্য? হয় অনুমতি দিন, অথবা খারিজ করুন। আবেদন নিয়ে চেপে বসে থাকতে পারে না রাজ্য। সিবিআইয়ের কাছে আদালত জানতে চায়, স্যাংশন চেয়ে কবে আবেদন করেছে তারা? সিবিআই জানায়, ২০২২-এর ৩০ সেপ্টেম্বর আবেদন করা হয়েছিল। ফাইনাল চার্জশিট দেওয়া হয়েছে এ বছর ৮ জানুয়ারি। গত ১৮ জানুয়ারি রাজ্যকে ফের স্যাংশন বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। এমনকী সিবিআইয়ের সিটের এসপি নিজে নবান্নে গিয়েছিলেন ওই অনুমতি পাওয়ার জন্যে। মন্ত্রীর ব্যাপারে রাজ্যপাল অনুমতি দিয়েছেন। বাকিদের ব্যাপারে মুখ্যসচিবের অনুমোদন দরকার।

    এর পর সময় চাইতে রাজ্যের কৌঁসুলি অনির্বাণ রায় এলে ভর্ৎসনার সুরে বিচারপতির মন্তব্য, ‘এটা কি ইয়ার্কি হচ্ছে? আপনারা স্যাংশন দিতে পারবেন কিনা, সরকারকে জিজ্ঞেস করুন। না পারলে আমরা নির্দেশ দেব। বেলা দুটোয় ফের রাজ্য জানায়, এক দিন অন্তত সময় দেওয়া হোক। আদালতের প্রশ্ন, আর কত সময় নেবেন? ২০২২ থেকে সিবিআই ঘুরছে। এত বার আবেদন করেছে। এর পরেও আপনাদের কি মনে হয় এ নিয়ে প্রশ্ন করা কোর্টের অন্যায়?’

    রাজ্যের তরফে জানানো হয়, যোগাযোগ করার চেষ্টা হয়েছিল অফিসারদের সঙ্গে। কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শহরে আসায় কথা বলা যায়নি। রাজ্যের বক্তব্য, সব নথি দেখে বিবেচনা করে মুখ্যসচিব অনুমতি দেবেন বা দেবেন না। বিচারপতি বলেন, ‘সেটা করতে এত দিন! ফেলে রাখার কোনও যুক্তি নেই। আজ, মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত নিন। না হলে আমরাই ব্যবস্থা নেব।’

    প্রসঙ্গত, এই বিষয়ে গত সপ্তাহে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সিবিআইকে জানিয়েছিল, রাজ্য যদি স্যাংশন না দেয় তা হলে বিকল্প কী পথ আছে, তা খুঁজে আগামী শুনানিতে জানান। এ বার বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ সরাসরি পদক্ষেপের ইঙ্গিত দিল। এ দিন শুনানিতে ডিভিশন বেঞ্চ এ প্রশ্নও তুলেছে, যদি আদালতের নির্দেশের আগে মেধাতালিকাই প্রকাশিত না হয়ে থাকে তা হলে কীসের ভিত্তিতে নিয়োগ করল স্কুল সার্ভিস কমিশন? আজ, মঙ্গলবারও রয়েছে শুনানি।
  • Link to this news (এই সময়)