• BJP Candidate List : গৌতম গম্ভীরের বদলে কে? পূর্ব দিল্লিতে BJP-র তুরুপের তাস কে?
    এই সময় | ০৫ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের জন্য ১৯৫টি কেন্দ্রে প্রার্থীতালিকা ঘোষণা করেছে BJP। প্রথম ধাপের এই প্রার্থীতালিকায় দিল্লির সাতটি আসনের মধ্যে পাঁচটিতে নাম ঘোষণা করা হয়েছে। যে দুই আসনে নাম ঘোষণা বাকি রয়েছে সেগুলি হল গৌতম গম্ভীরের পূর্ব দিল্লি এবং হংসরাজ হংসের উত্তর পশ্চিম দিল্লি। গৌতম গম্ভীর ভোটে লড়বেন না বলে আগেই ঘোষণা করেছেন। জল্পনা রটেছে হংসরাজ হংসকেও টিকিট দেবে না পদ্ম শিবির। এবার প্রশ্ন এই দুই লোকসভা আসনে কাদের প্রার্থী বাছতে পারে BJP?BJP-র প্রথম ভাগের প্রার্থীতালিকা প্রকাশের কয়েকঘণ্টা আগেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন গৌতম গম্ভীর। তিনি লেখেন, 'আমি দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে আর্জি জানিয়েছি যাতে তিনি আমায় রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্ত করেন। যাতে আমি ক্রিকেটে মনোযোগ দিতে পারি।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিজের পোস্টে ট্যাগ করেন। জনসেবা থেকে তাঁকে মুক্তি দিয়ে আগাম ধন্যবাদ জানান তাঁদের। গৌতম গম্ভীরের এই ঘোষণার পরই জানা যায় BJP-র প্রথম তালিকায় ক্রিকেটারের নাম নেই।

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে একবার BJP বিধায়ক ওপি শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের কথা কাটাকাটি হয়। BJP-র একাধিক নেতার তরফে খেলোয়াড়-রাজনীতিবিদের সম্পর্কে অভিযোগও তোলা হয়। ফলে দলের অন্দরে চর্চা ছিল তাঁকে টিকিট নাও দেওয়া হতে পারে। কিন্তু, তার আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, পূর্ব দিল্লি থেকে গৌতম গম্ভীরের বদলে কাকে টিকিট দেবে BJP?

    পূর্ব দিল্লি আসন থেকে BJP-র অধ্যক্ষ বীরেন্দ্র সচদেবা এবং হর্ষ মালহোত্রার নাম দাবিদার হিসেবে উঠে এসেছে। হর্ষ মালহোত্রা দিল্লি BJP-র শীর্ষ নেতা। আম আদমি পার্টি এই আসন থেকে কুলদীপ কুমারকে প্রার্থী করেছে। তিনি দলিত সম্প্রদায়ের প্রতিনিধি। পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে মোট চার লাখের কাছাকাছি বাল্মিকী সমাজের ভোটার রয়েছেন।

    উত্তর পশ্চিম দিল্লি আসনটিও SC কেন্দ্র। এখানেও এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। এই আসনের বর্তমান সাংসদ হংসরাজ হংস। এই আসনেও দলিত ফ্যাক্টর রয়েছে। ফলে আদৌ গায়ককেই ফের দাঁড় করানো হবে কি না, তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। দুই পূর্ব সাংসদ উদিত রাজ এবং কৃষ্ণা তীরথকে কংগ্রেসের পক্ষ থেকে এই আসনের জন্য বেছে নেওয়ার জল্পনাও তুঙ্গে। কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর কি তুরুপের তাস বের করবে গেরুয়া শিবির। সেই অনুমানও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। এই আসন থেকে একাধিকবার নতুন মুখ সাংসদ হিসেহে নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের লোকসভা ভোটে ইন্ডিয়ার জোটের পক্ষ থেকে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে এই কেন্দ্রটি। ২০০৮ সালের পর এই কেন্দ্রটি যুক্ত হয়। ২০০৯ সালে কংগ্রেসের কৃষ্ণা তীরথ সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সালে BJP-র টিকিটে জয়ী হন উদিত রাজ। ২০১৯ সালে হংসরাজ হংসকে ভোটে টিকিট দেয় BJP। অনুমান করা হচ্ছে BJP এ বছর নতুন কোনও মুখকে দাঁড় করাতে পারে দিল্লির এই কেন্দ্র থেকে।
  • Link to this news (এই সময়)