ISRO Chief Cancer : ইসরো প্রধান সোমনাথের শরীরের কোন অংশে ক্যানসার? কোন স্টেজ? শারীরিক অবস্থা কেমন?
এই সময় | ০৫ মার্চ ২০২৪
শরীরে তখন বাসা বেঁধেছিল মারণ ক্যানসার। তাই নিয়েই নেতৃত্ব দিয়েছেন ভারতের প্রথম সূর্য মিশনের। আদিত্য এল-১ উৎক্ষেপণের দিনই মেলে দুঃসংবাদ। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। শরীরের কোন অংশে ছড়িয়ে পড়েছিল এই রোগ? এখন কেমন আছেন তিনি?সম্প্রতি ইসরোর আগামী মিশন নিয়ে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন এস সোমনাথ। সেখানেই তাঁর স্বীকারোক্তি, 'চন্দ্রযান-৩ মিশনের কাজ চলাকালীনই স্বাস্থ্যের সমস্যা দেখা দিয়েছিল। তবে সে সময় ক্যানসার নিয়ে কোনও স্পষ্ট ধারণা ছিল না। ধীরে ধীরে শরীর আরও খারাপ হতে থাকে। অবশেষে চিকিৎসকের দ্বারস্থ হই। স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষা হয়। এরপর আদিত্য এল-১ মিশনের দিন পরীক্ষার রিপোর্ট হাতে পাই। সেখানেই জানতে পারি শরীরে বাসা বেঁধে ক্যানসার।'
কর্কট রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্র ভেঙে পড়েছিল এস সোমনাথের পরিবার। সহকর্মীদের কাছেও শকিং ছিল ইসরো চিফের এই স্বাস্থ্যের খবর। চ্যালেঞ্জিং সময়ে তাঁর পাশে থাকার জন্য ইসরোর সমস্ত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এস সোমনাথ।
ইসরো চিফ জানিয়েছেন, পেটে বাসা বেঁধেছিল মারণ ক্যানসার রোগ। একটি অংশ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর আদিত্য এল-১ উৎক্ষেপণের দিনই নিজের হেলথ রিপোর্ট হাতে পান তিনি। সেদিনই পৃথিবী থেকে সূর্যের হ্যালো কক্ষপথের উদ্দেশে রওনা করিয়েছিলেন আদিত্য এল ১-কে। প্রবল মানসিক চাপ উপেক্ষা করে সামনে থেকে সৌর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ইসরো প্রধান এস সোমনাথ। এরপর চিকিৎসকের পরামর্শ মতো শুরু হয়েছিল কেমোথেরাপি। আক্রান্ত অংশে অস্ত্রপচারও হয় তাঁর। টানা চার মাস একদিকে আদিত্য এল ১-এর গতিবিধির উপর নজর আর অন্যদিকে চলেছে ক্যানসারের চিকিৎসা। জানুয়ারির গোড়ায় যখন ইসরোর সূর্যযান হ্যালো অরবিটের ল্যাঙ্গরেঞ্জ পয়েন্টে ম্যাগনেটোমিটার বুম বসিয়েছিল তখনও নিজের রোগের কথা কাউকে জানানি ইসরো চিফ।
হাসপাতালে মাত্র চার দিন কাটিয়েই তিনি আবার ইসরোর কাজে যোগ দিয়েছিলেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার এ খবর প্রকাশ্যে এসে এস সোমনাথ বলেন, 'আমিও নিশ্চিত ছিলাম না আদৌ সুস্থ হতে পারব কি না। কিন্তু, সুস্থ হয়ে উঠেছি। পঞ্চম দিন থেকে কোনওরকম যন্ত্রণা ছাড়াই কাজ শুরু করেছিলাম। তারপর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ করে চলেছি।' দ্রুত সুস্থ হয়ে ওঠা থেকেই অনুমান করা যাচ্ছে ইসরো প্রধানের ক্যানসার অত্যন্ত আর্লি স্টেজেই ধরা পড়েছিল। চাঁদ-সূর্য অভিযানের মতো চ্যালেঞ্জিং বিষয়কে যিনি অনায়াসেই সফল করে দেখিয়েছেন, সেই ইসরো চিফ সোমনাথ গোপনে লড়ে জয় পেয়েছেন মারণ ক্যানসারের বিরুদ্ধেও। এখন তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।