• PM Narendra Modi : 'মোদী প্রধানমন্ত্রী না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে', বেলাগাম মন্তব্য বিজেপি বিধায়কের
    এই সময় | ০৫ মার্চ ২০২৪
  • যে কোনও মুহুর্তে ঘোষণা করা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তারই মধ্যে বেলাগাম মন্তব্য তেলেঙ্গানা বিজেপি বিধায়ক রাকেশ রেড্ডির। নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী না হলে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তেলেঙ্গানা বিধায়কের মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।তেলেঙ্গানার বিধায়ক কী বলেছেন?

    গত ২ মার্চ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে তেলেঙ্গানার ৯ জন প্রার্থীর নামও। এরপরেই তেলেঙ্গানার একটি জনসভা থেকে প্রচারের সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে কোমড় বেঁধে প্রচারে নেমে পড়েছেন তেলেঙ্গানার পদ্ম শিবিরে নেতারা।

    সোমবার তেলেঙ্গানায় একটি প্রচার সভার উপস্থিত হয়েছিলেন বিজেপি বিধায়ক রাকেশ রেড্ডি। বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি। বিধায়ক জানিয়েছেন, দুই বছরের বেশি সময় পার হয়েছে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান। এখনও যুদ্ধ থামেনি। অন্যদিকে, চিন-তাইওয়ানের সংঘাতের জেরে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। এমন অবস্থায় বিশ্বে শান্তি ফেরাতে দরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

    তাঁর মতে, শুধু ভারতে নয়, বিশ্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রয়োজন। এমন পরিস্থিতিতে ২০২৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে জেতানো একান্ত জরুরি বলে মনে করছেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক। মোদী প্রধানমন্ত্রী না হলে, বিশ্বে অরাজকতা তৈরি হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি।

    মন্তব্যের ভিডিয়ো ভাইরাল

    তেলেঙ্গানা বিজেপি বিধায়ক রাকেশ রেড্ডির মন্তব্যের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। মন্তব্যের নিন্দা করে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। উন্নয়নের কথা বলে ভোট চাওয়ার জন্য বিজেপি নেতাদের পরামর্শ দিয়েছেন কেউ কেউ।

    এদিকে, বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে সরব হয়েছে তেলঙ্গানার শাসক দল কংগ্রেস। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে বিজেপি নেতাদের বিরূপ মন্তব্য ততই বাড়বে বলে অভিযোগ করেছে তারা। এই ধরনের মন্তব্য করে ভোটারদের প্রভাবিত করা যাবে না বলে দাবি করা হয়েছে।

    প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই সঙ্গে ভোট শতাংশ বৃদ্ধির উপর দেওয়া হয়েছে জোর। প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারে নেমে পড়েছেন বিজেপি নেতারা। এমন পরিস্থিতিতে তেলেঙ্গানার বিজেপি বিধায়কের মন্তব্য, এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
  • Link to this news (এই সময়)