দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যে ফের থোক থোক টাকা উদ্ধার। সোমবার নদিয়া থেকে পুলিশ ৩৭ লাখ টাকা উদ্ধার করল। পুলিশের জালে এক অভিযুক্ত। ফের বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। দুষ্কৃতী দমনে ফের পুলিশি তৎপরতা চোখে পড়ল। নদিয়ার গাংনাপুর থানার নাকা তল্লাশিতে উদ্ধার ৩৭ লাখ টাকা।পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গাংনাপুর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে গাংনাপুর থানার পুলিশ। পরবর্তীতে তার বাইকে তল্লাশি চালিয়ে ৩৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বাপ্পা সরকার নামে ওই বাইক আরোহীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বাইকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা। তবে এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কার থেকেই বা পেয়েছিল? তার কোনও সদুত্তোর দিতে পারেননি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশের এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে।
কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা? তা নিয়ে চর্চা শুরু হয়েছে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তাঁর আগে রীতিমতো তৎপর রাজ্য পুলিশ। রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষা করার জন্য ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ED। শুধু টাকা নয়, বিপুল পরিমাণ গয়নাও উদ্ধার করা হয়েছিল। অঙ্কটা প্রায় ৫০ কোটির কাছাকাছি। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা? তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন।
এই ঘটনা আপাতত বিচারাধীন। সম্প্রতি আদালতে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, এই টাকাগুলি কী ভাবে এল সেই প্রসঙ্গে তাঁর বিন্দু বিসর্গও জানান নেই। এখন দেখার সেই মামলায় আদালত ঠিক কী নির্দেশ দেয়।
এদিকে লোকসভা নির্বাচনে ED-কে ব্যবহার করা হবে। মোট ২২টি এজেন্সি ভোটের সঙ্গে যুক্ত থাকবেন। মানি লন্ডারিং থেকে শুরু করে ই ক্যাশের উপর লেনদেনের বিষয়ে নজর চালাবে এই গোয়েন্দা সংস্থা, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।