• Kolkata Underwater Metro : বুধেই গঙ্গার নীচে মেট্রো পথের উদ্বোধন মোদীর, কবে চড়বেন যাত্রীরা? দেখুন স্টেশনের ভিডিয়ো
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • যুগান্তকারী অগ্রসরের পথে কলকাতা মেট্রো। রাত পোহালেই গঙ্গার তলা দিয়ে মেট্রো পথের উদ্বোধন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে এই মেট্রো পথের। মোট ৩টি মেট্রো সেকশনের উদ্বোধন করবেন তিনি। এসপ্ল্যানেড - হাওড়া ময়দান, কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় ও তারাতলা-মাঝেররহাট মেট্রো সেকশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর ফলে প্রচুর সুবিধা পাবেন যাত্রীরা।অরেঞ্জ লাইন

    ১. এই মেট্রো করিডোরটি ব্যস্ত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ভিড় কমিয়ে দেবে এবং কবি সুভাষ ও রবি ঠাকুর মোড়ের মধ্যে যাতায়াতের সময় কমিয়ে দেবে।

    ২. মুকুন্দুপুর, অজয় নগর, পূর্বলোকের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, ডায়মন্ডহারবার এবং নামখানার মানুষ উপকৃত হবেন। কারণ তারা নিউ গড়িয়া স্টেশনে নেমে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা নিতে পারবেন।

    ৩. রোগী, গর্ভবতী মা এবং তাঁদের আত্মীয়ার ইএম বাইপাসে মেডিক্যাল হাবের বিভিন্ন হাসপাতালে দ্রুত পৌঁছাতে সক্ষম হবেন৷

    ৪. হাজার হাজার পাসপোর্ট আবেদনকারী হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে নেমে সহজেই আঞ্চলিক পাসপোর্ট কেন্দ্রে পৌঁছাতে পারবেন।

    ৫. ব্লু লাইনের হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগণার মতো জেলাগুলি থেকে আসা যাত্রীরা ইন্টিগ্রেটেড টিকিট সিস্টেমের সাহায্যে কবি সুভাষ স্টেশনে একই টোকেন এবং স্মার্ট কার্ডে অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবাগুলির পরিষেবা পেতে সক্ষম হবেন৷

    গ্রিন লাইন

    ১. এই করিডোরটি একবার সম্পূর্ণরূপে চালু হলে হাওড়া এবং শিয়ালদার মতো দুটি প্রধান রেলওয়ে টার্মিনাসকে সংযুক্ত করবে এবং এসপ্ল্যানেড স্টেশনে উত্তর-দক্ষিণ মেট্রো এবং জোকা-এসপ্ল্যানেড করিডোরকেও যুক্ত করবে।

    ২. এটি বহু বছরের যানজট সমস্যার সমাধান করবে

    ৩. হুগলি, হাওড়া, মেদিনীপুরের পাশাপাশি অন্যান্য রাজ্যের দূরবর্তী স্থান থেকে আগত মানুষজন ইস্টার্ন রেলওয়ে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া স্টেশনে নেমে মেট্রো পরিষেবা গ্রহণের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন।

    পার্পল লাইন

    ১. মাঝেরহাট স্টেশনে শিয়ালদা - বজবজ সেকশন এবং পূর্ব রেলের চক্ররেলের EMU পরিষেবার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে।

    ২. কলকাতা থেকে দূরে বসবাসকারী দক্ষিণ কলকাতার নিত্যযাত্রীরা, যাঁরা প্রতিদিন তাঁদের জীবিকার জন্য শহরে আসেন তাঁরা অত্যন্ত উপকৃত হবেন৷

    ৩. দক্ষিণ ২৪ পরগণার সবচেয়ে দূরবর্তী অঞ্চলগুলির সঙ্গে কলকাতাকে সংযুক্ত করে ব্যস্ত ডায়মন্ডহারবার রোডে যানজট কমাতে সাহায্য করবে৷

    এবার প্রশ্ন হল কবে থেকে এই সেকশনগুলি ব্যবহার করতে পারবেন যাত্রীরা? এই প্রসঙ্গে মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'সেটা পরে সিদ্ধান্ত নেব আমরা, জানিয়ে দেব, খুব শীঘ্রই হবে।'
  • Link to this news (এই সময়)