Lok Sabha Election 2024 : বাংলা, দক্ষিণ ভারতে ১৬৩ কেন্দ্রে ঝোড়ো প্রচারে নমো
এই সময় | ০৬ মার্চ ২০২৪
এই সময়, নয়াদিল্লি: ৩৭০ প্লাসের টার্গেট ঠিক করে দিয়েছেন ক্যাপ্টেন নিজেই। তবে সেটা যে শুধু বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে আসবে না, সেটাও বুঝতে পারছেন তিনি। বিশেষ করে বিজেপির মসৃণ জয়ের পথে সবচেয়ে বড় বাধা যে দক্ষিণ ভারত, সেটাও জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত সেই কারণেই দক্ষিণ ভারতে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্নাটকে প্রচারে বাড়তি নজর দিচ্ছেন তিনি, এমনটাই খবর বিজেপি সূত্রের।এর পাশাপাশি প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাকেও। সূত্রের দাবি, বাংলা এবং দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য মিলিয়ে মোট ১৬৩টি আসন বেছে নিয়ে সেখানে নিরন্তর প্রচার ঝড় চালানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নিজে৷ ইতিমধ্যেই তিনি পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাড়ুতে প্রচার শুরু করে দিয়েছেন৷ তিনটি রাজ্যেই দু’বারের বেশি সফর করে ফেলেছেন তিনি৷
ফের ওই সব রাজ্যে যাবেন নমো। তাঁকে সহায়তা করার জন্য ঝাঁপাচ্ছেন বিজেপির অন্য হেভিওয়েট নেতা, কেন্দ্রীয় মন্ত্রীরাও৷ দক্ষিণ ভারতের ১২১ এবং পশ্চিমবঙ্গের ৪২টি মিলিয়ে মোট ১৬৩টি লোকসভা আসনকে পাখির চোখ করছেন প্রধানমন্ত্রী৷ এই আসনগুলিতে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী গোটা দেশকে নিজের পরিবার বলে দাবি করছেন৷
পরিবারবাদের ইস্যুকে সামনে তুলে ধরে বিরোধীদের নিশানাও করছেন৷ একইসঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকেও নির্বাচনী প্রচারে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি৷ এই পর্বে বিরোধীদের পরিবারবাদ ইস্যুটির উপরেই সব থেকে বেশি জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী৷ কেন তার ব্যাখ্যা মিলেছে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার যুক্তিতে৷
তাঁর দাবি, ‘লালুজির পরিবারে তেজস্বী-তেজপ্রতাপ, স্ট্যালিনের পরিবারে উদয়নিধি, সনিয়ার পরিবারে রাহুল-প্রিয়াঙ্কা, মুলায়ম সিংয়ের পরিবারে অখিলেশ যাদব আছেন৷ মোদীজির পরিবারের সদস্য হলেন সমস্ত দেশবাসী৷ বিরোধী শাসিত রাজ্যের গরিব, শোষিত, বঞ্চিতরাও আছেন৷ প্রধানমন্ত্রী সবার সার্বিক বিকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন৷ বিরোধীদের কাছে পরিবারই দেশ, আর প্রধানমন্ত্রী মোদীর কাছে দেশই হলো পরিবার৷’