• Lok Sabha Election 2024 Opinion Poll : লোকসভায় কত আসন BJP-র? ভরাডুবি INDIA-র? নয়া সমীক্ষায় বড় ইঙ্গিত
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে লোকসভা ভোটের নির্ঘণ্ট। আগামী ১৪ কিংবা ১৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা। এ বারের নির্বাচনেও কি মোদী ম্যাজিক অব্যাহত থাকবে? তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী? না কি বাজিমাত করবে বিরোধীদের ইন্ডিয়া জোট? ৫৪৩ আসনের লোকসভায় কার ঝুলিতে পড়বে ক'টা ভোট? এই নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সামনে আসছে একের পর এক ওপিনিয়ন পোল। এবং TV-CNX একটি নয়া জনমত সমীক্ষার রিপোর্ট সামনে এল মঙ্গলবার। যাতে ধরা পড়েছে চমকপ্রদ তথ্য।দক্ষিণের ১৩০ আসনের মধ্যে INDIA জোট জিততে পারে ৬০টি আসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যাজিকের উপর ভিত্তি করেও NDA-র ঝুলিতে পড়বে মোটে ৩৮টি আসন। এমনটাই জানাচ্ছে TV-CNX জনমত সমীক্ষা।

    জনমত সমীক্ষা অনুযায়ী, DMK নেতৃত্বাধীন তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট পেতে পারে ৩০টি আসন। NDA পেতে পারে ৫টি। AIADMK জিততে পারে ৪টি আসনে।পুদুচেরী আসনটিতে অনায়াস জয় পেতে পারে BJP।কর্নাটকের ২৮টি আসনের মধ্যে BJP জিততে পারে ২২টিতে। জনতা দল ২টি এবং কংগ্রেস ৪টি আসনে জয় পেতে পারে।অন্ধ্র প্রদেশের ২৫টি আসনের মধ্যে YSR কংগ্রেস পেতে পারে ১৫টি আসন। তেলগু দেশম পার্টি ১০টিতে জিততে পারে।তেলঙ্গানায় কংগ্রেস জিততে পারে ৯টি আসন। BJP পেতে পারে ৫টি, BRS জিততে পারে ২টি আসন। আসাদুদ্দিন ওয়াইসির AIMIM-এর ঝুলিতে যেতে পারে ১টি আসন।কেরালায় ১১টি আসন পেতে পারে কংগ্রেস এবং ৬টি পেতে পারে বামেরা। BJP পেতে পারে ৩টি আসন।মধ্য প্রদেশের ২৯টি আসনের মধ্যে সবক'টিতেই জিততে পারে BJP।রাজস্থানের ২৫টি আসনের সবক'টি দখল করতে পারে BJP।দিল্লির ৭টি আসনের মধ্যে NDA জোট সবক'টিতেই জিততে পারে।পঞ্জাবের ৬টি আসনে জয় পাবে আম আদমি পার্টি। BJP জিততে পারে ৩টি আসনে।হরিয়ানার সবক'টি আসনে জয় পাবে BJP।জম্মুর সমস্ত আসনে জিততে পারে BJP। NC পেতে পারে কাশ্মীর।গুজরাটের ২৬টি আসনেই জয় পাবে BJP।ছত্তিশগড়ের ১০টি আসনে জিততে পারে BJP।ঝাড়খণ্ডের ১৪ আসনের মধ্যে BJP পেতে পারে ১২টি।ওডিশায় BJP এবং BJD-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে। ১১ আসন পেতে পারে BJD।উত্তরাখণ্ডের ৫টি আসনেই জয় পেতে পারে BJP।হিমাচলের ৪টি আসনেই জিততে পারে BJP।অসমের ১০ আসন পেতে পারে BJP। NDA-র ঝুলিতে যেতে পারে মোট ১২ আসন।উত্তর পূর্বের অন্য সাতটি রাজ্যে মোট ৯টি আসন পেতে পারে গেরুয়া শিবির। তার মধ্যে কেবলমাত্র BJP-ই পেতে পারে ৫টি। কংগ্রেস জিততে পারে মোটে ১টি আসন।গোয়ার দু'টি আসনই দখল করতে পারে BJP।বিহারে ১৭টি আসনে BJP-র জয় আসতে পারে। JDU পেতে পারে ১২টি।মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ৩৫টি আসনে জিততে পারে শিন্ডে-BJP জোটের প্রার্থীরা।

    TV-CNX জনমত সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়া জোট পেতে পারে ৯৮টি আসন। NDA-র ঝুলিতে যাবে মোট ৩৩৫টি। অন্যরা পেতে পারে ৬৭টি আসন। তবে এই সমীক্ষা কখনও কখনও বাস্তবের সঙ্গে সাদৃশ্য থাকে না। ভোটের রেজাল্টের সঙ্গে নাও মিলতে পারে এই সমীক্ষা রিপোর্ট। এটি কেবলমাত্র একটি ইঙ্গিত।
  • Link to this news (এই সময়)