দুর্গাপুর দাপিয়ে বেড়াচ্ছেন কীর্তি আজাদ, প্রার্থী হওয়া নিয়ে জল্পনা
এই সময় | ০৬ মার্চ ২০২৪
দুর্গাপুর শিল্পাঞ্চলে শুরু জোর জল্পনা। দুর্গাপুর - বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে কি প্রার্থী হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদ? বিষয়টি এখনও জল্পনার স্তরেই রয়েছে। তবে, ইতিমধ্যে দুর্গাপুরের একাধিক জায়গায় পরিদর্শন করছেন তিনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে দেখা গিয়েছে তাঁকে।সোমবারই পশ্চিম বর্ধমান জেলাতে এসেছেন তিনি। জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি। ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য বিখ্যাত ক্রিকেটার কীর্তি আজাদকে দেখা গিয়েছে দুর্গাপুরের বিভিন্ন কর্মসূচিতে। আগামী ১০ই মার্চ কলকাতায় তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন সভা’র প্রচারে জেলাতে আসেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।
মঙ্গলবার সকালে দুর্গাপুর ক্রিকেট ক্লাব প্রাঙ্গনে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উপস্থিত ছিলেন মাস্টারমাইন্ড ক্রিকেট ক্লাব ও দুর্গাপুর ক্রিকেট ক্লাবের সদস্যরা। এছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পৌর পিতা রাজিব ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
যদিও, তৃণমূল কংগ্রেসের তরফে কোনও কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি। তবে আসানসোল কেন্দ্রে চিত্র তারকা শত্রুঘ্ন সিনহা এবং ঘাটাল কেন্দ্র থেকে দীপক অধিকারী অর্থাৎ দেব প্রার্থী হতে পারেন, এমনটাই শোনা গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন। এছাড়া বাকি আসনগুলোর প্রার্থী নিয়ে এখনও আলোচনা চলছে বলে তৃণমূল সূত্রে খবর।
তিনি কি প্রার্থী হচ্ছেন? এ ব্যাপারে অবশ্য পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘তিনি প্রার্থী হবেন কিনা সেটা দল ঠিক করবে। দলের তরফে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে তিনি দুর্গাপুরে এসে জনসংযোগ করছেন।’ যদিও তৃণমূল জেলা নেতৃত্ব এ ব্যাপারে কিছু জানায় নি। উল্লেখ্য এর আগে ধর্মতলায় ধরনা মঞ্চে দেখা গিয়েছিল কীর্তি আজাদকে। কেন্দ্রীয় আর্থিক বরাদ্দ বন্ধের প্রতিবাদে ধর্মতলায় ধরনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর লোকসভায় প্রার্থী হওয়া নিয়ে একটি জল্পনা তৈরি হয়। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাইছেন না জেলার নেতারা। এই আসনে আগামী লোকসভা নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই় হবে বলেই মনে করা হচ্ছে।