মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামিকাল, বুধবার বারাসতে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। সেই কারণেই মঙ্গলবার সন্ধেয় কলকাতায় এসেছেন মোদী। এদিন কলকাতা বিমানবন্দরে তাঁর বিমান নামে সন্ধেয়। সেখান থেকে তার কনভয় সোজা চলে যায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে হাসপাতালে গেলেন তিনি।