• Abhijit Vs Kalyan: ‘অপদার্থ-শয়তান- ওঁর চোখে ভগবান শুভেন্দু…’,অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ কল্যাণের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
  • Former Justice Abhijit Ganguly:

    প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জ্ঞান, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, ‘৫৬ বছর বয়সে কোনও আইনজীবী যদি জজ হন, তাহলে বুঝতেই পারছেন ওঁর জ্ঞান কতটা। ওঁর কিছু বন্ধু ছিলেন, তাঁরাই কলেজিয়ামে ওঁর নাম সুপারিশ করেছিলেন।’ অভিজিৎবাবুকে ‘অপদার্থ’ বলে তোপ দাগেন তিনি। স্পষ্ট করে বলেন যে, ‘অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এমন কোনও মামলা নেই, যার জাজমেন্ট রিপোর্টে রয়েছে। অপদার্থ বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক ফায়দা তুললে যা ইচ্ছা তাই করেছেন।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)