প্রতারকদের পাল্লায় ভারতের তারকা ক্রিকেটার সরফরাজ খানের বাবা নওশাদ। তাঁর নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগে সরগরম ক্রিকেট দুনিয়া। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিতে বাধ্য হলেন তারকা ক্রিকেটারের বাবা। তিনি সবাইকে সাবধান করে জানিয়েছেন, তাঁর নাম করে কেউ কোনও টাকা চাইলে কেউ যেন সেই টাকা না দেন।