Nibin Maxwell: ‘ছেলেকে চলে যেতে বলেছিলাম, শোনেনি’, বিলাপ করছেন ক্ষেপণাস্ত্র হামলায় হত নিবিনের বাবা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
India death in Israel:
সোমবার উত্তর ইজরায়েলের একটি খামারে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন কেরলের নিবিন ম্যাক্সওয়েল (৩১)। এই খবর পাওয়ার পর, আচমকা যেন বাজ এসে পড়েছে গোটা বাড়িতে। তারপর থেকেই লাগাতার কান্নাকাটি চলছে গোটা পরিবারে। রীতিমতো কাঁদোকাঁদো গলায় নিবিনের বাবা অ্যান্টনি ম্যাক্সওয়েল বলেন, ‘ছেলে কয়েক সপ্তাহ আগেও কাছাকাছি কোথাও আরেকটি বিমান হামলার কথা জানিয়েছিল। তখনই ওঁকে পালিয়ে যেতে বলেছিলাম। ও শুনল না।’