• জল্পনার অবসান, ১০ মার্চ যুবভারতীতে রাত ৮.৩০ মিনিটে ডার্বি...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে জট কাটল। ১০ মার্চ রাত সাড়ে আটটায় হবে ডার্বি। মঙ্গলবার রাতে নিজেদের এক্স হ্যান্ডেলে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। দফায় দফায় বৈঠকের পর ডার্বি রাত ৮.১৫ মিনিটে করার গ্রিন সিগনাল দিয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। কিন্তু ৮.৩০ মিনিটের আগে ম্যাচ সম্প্রচারের কোনও স্লট দিতে পারছিল না এফএসডিএল। তাই শেষপর্যন্ত রাত সাড়ে আটটায় রাখা হল আইএসএলের ফিরতি ডার্বি। সোমবার রাতেই জানা গিয়েছিল যে রবিবার কলকাতাতেই হবে ডার্বি। অন্য শহরে সরছে না খেলা। কিন্তু ম্যাচের সময় নিয়ে জট কাটেনি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, রাত ন"টায় শুরু হবে খেলা। কিন্তু তাতে রাজি হয়নি এফএসডিএল। সেই সময় ম্যাচ হলে সম্প্রচার করা সম্ভব হত না। তাই খুব বেশি হলে রাত আটটায় খেলা শুরু করতে চেয়েছিল আইএসএল কর্তৃপক্ষ। কিন্তু পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ সন্ধে সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ব্রিগেডের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। রাত আটটার সময়ও সেই সমস্যার সমাধান হত না। কিন্তু সিদ্ধান্তে অনড় ছিল এফএসডিএল। রাত আটটার মধ্যে ম্যাচ করা সম্ভব না হলে জামশেদপুরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল তাঁরা। এই নিয়েও দীর্ঘ আলোচনা হয়। অবশেষে ইস্টবেঙ্গল কর্তাদের অনুরোধে রাত ৮.১৫ মিনিটে ডার্বি করার পক্ষে সম্মতি দেয় পুলিশ। কিন্তু সম্প্রচরকারী চ্যানেলের সমস্যার জন্য শেষপর্যন্ত ৮.৩০ মিনিটেই শুরু হবে ডার্বি। মঙ্গলবার দুপুরে পুলিশের সঙ্গে বৈঠকে বসেন ইস্টবেঙ্গল কর্তারা। তাতে সমাধান সূত্র বেরোয়নি। এরপর বিকেলে আরও একবার নিজেদের মধ্যে আলোচনা করেন। শেষপর্যন্ত একাধিক বৈঠকের পর ঠিক হয় রাত সাড়ে আটটায় হবে ম্যাচ। শেষপর্যন্ত অনেক টালবাহানার পর ডার্বি কলকাতায় রাখতে সক্ষম হলেন ইস্টবেঙ্গল কর্তারা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল। সেটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হল। শহরতলী থেকে প্রচুর মানুষ খেলা দেখতে আসে। তাই ইস্টবেঙ্গল কর্তারা ডার্বি কলকাতায় রাখতে সক্ষম হলেও সমস্যার সমাধান কতটা হল সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
  • Link to this news (আজকাল)