• ধর্মশালায় একশোতম টেস্ট খেলতে নামার আগে কেরিয়ারের টার্নিং পয়েন্ট বাছলেন অশ্বিন...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একাধিকবার নিজেকে নতুন করে খুঁজে পাওয়া রবিচন্দ্রন অশ্বিনের জীবনের একমাত্র সত্য। ১০০তম টেস্ট খেলতে নামার আগে জানালেন টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। গত কয়েক বছরে একাধিকবার প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন। প্রত্যেকবারই লড়াই করে ফিরে আসতে হয়েছে। বরাবরই ভারতের ব্যাটিংয়ে গভীরতার অভাব ছিল। তাই ব্যাটিংয়ের হাত ভাল হওয়ায় অশ্বিন এবং জাদেজার মধ্যে স্বাভাবিকভাবেই দলে ঢুকে পড়েন জাড্ডু। বারবার এমনই বলা হয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তাই দল থেকে বাদ পড়লে আর অবাক হন না আশ্বিন। নতুন লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করেন। বৃহস্পতিবার জীবনের একশোতম টেস্টে খেলতে নামবেন ভারতের অন্যতম সেরা স্পিনার। তাঁর আগে মঙ্গলবার ধর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জীবনের টার্নিং পয়েন্টের কথা জানান অশ্বিন। দাবি, লম্বা রেসের ঘোড়া হতে তাঁকে ২০১২ সালের ইংল্যান্ড সিরিজ সাহায্য করেছে। অশ্বিন বলেন, "ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। যেখানে কুক এবং পিটারসেন রান পায়। এটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমাকে বাদ দেওয়ার কথা চলছিল। এটাই আমাকে উন্নতি করতে উদ্বুদ্ধ করে। আমি জানতাম আমাকে কি শুধরাতে হবে।" সেবার চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অশ্বিন। ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের ক্লাবে প্রবেশ করবেন। সার্বিকভাবে ৭৭তম। এই ক্লাবের বাকি সদস্যরা হলেন সুনীল গাভাসকর, কপিল দেব, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিসিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহবাগ এবং বিরাট কোহলি। একদিন পরই একশোর মাইলফলক ছোঁবেন। নতুন রেকর্ড নিয়ে অশ্বিন বলেন, "কেরিয়ারের একটা বড় উপলক্ষ। শেষপর্যন্ত কোথায় পৌঁছলাম সেটার থেকেও স্পেশাল হল সফরটা। ম্যাচের আগে যেমন প্রস্তুতি নিতাম, এখনও তাই নিই। এই টেস্টটাও জেতার লক্ষ্য নিয়ে নামব।" টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট রয়েছে ঝুলিতে। তারমধ্যে সেরা কোনটা? ২০১৮-১৯ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়াকেই সেরা বাঁচলেন অশ্বিন। 
  • Link to this news (আজকাল)