• মহিলাদের পদবি পরিবর্তন নিয়ে কেন্দ্রকে চিঠি তৃণমূলের
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: মহিলাদের পদবি বিয়ের পরেও অপরিবর্তিত রাখা নিয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তির বিরোধিতায় তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের পাবলিকেশন বিভাগের প্রধানকে চিঠি দিয়েছে। তিনি উল্লেখ করেছেন বিয়ের পর কর্মরত মহিলাদের পদবি অপরিবর্তিত রাখা নিয়ে স্বামীর থেকে অনুমতিপত্র অথবা ডিভোর্সের নথি চাওয়া সরকারের মহিলা বিরোধী মনোভাবের লক্ষণ।কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মরত মহিলাদের পদবি পরিবর্তন করতে হলে স্বামীর থেকে নো অবজেকসশন সার্টিফিকেট অথবা ডিভোর্সের নথি আনতে হবে। এই বিষয়টি ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে বিচারাধীন। গত বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে দিল্লি হাইকোর্টে। তৃণমূল সাংসদ চিঠিতে প্রশ্ন তুলেছেন, কেন কোনও মহিলা তাঁর পদবি বিয়ের পরেও অপরিবর্তিত রাখতে চাইলে নথি প্রদান করতে হবে। কোনও মহিলার ইচ্ছাকে কেন গুরুত্ব দেওয়া হবে না, সে প্রশ্নের জবাব চেয়েছেন তিনি। সাকেতের দাবি, একদিকে প্রধানমন্ত্রী নারী শক্তির কথা বলছেন আবার অন্যদিকে, এই ধরণের নির্দেশিকা জারি করে মহিলাদের অপমান করছেন। কী কারণে অথবা কোন যুক্তিতে এই ধরণের একটি মহিলা বিদ্বেষী সিদ্ধান্ত নেওয়া হল, ৭ দিনের মধ্যে সে প্রশ্নের জবাব চেয়েছেন সাকেত গোখলে।
  • Link to this news (আজকাল)