• নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপির বিরোধিতায় জন বার্লা
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • অতীশ সেন: লোকসভা ভোটে প্রার্থীর টিকিট না পেয়ে এবার বিজেপির বিরোধিতায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আসন্ন ভোটে বিজেপি প্রার্থী হিসেবে মনোজ টিগ্গার নাম ঘোষণার পরই ‘নো ভোট টু মনোজ’ ক্যাম্পেনিং শুরু করে দিলেন জন বার্লা। তিনি বলেন, ‘আদিবাসী সমাজের সঙ্গে মনোজ গদ্দারি করেছে। কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে ষড়যন্ত্র করে টিকিট নিয়েছে। আমরা ভোট দেব আর শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে এমনটা হতে দেব না। মার আমরা খাব, কেস আমরা খাব, লড়াই আমরা করব, আর বাইরে থেকে নেতার আমদানি হবে এমনটা চলতে পারে না’। এর পাল্টা মনোজ টিগ্গা বলেন, ‘জন বার্লা দলীয় কাঠামো ও কার্যপদ্ধতি জানেন না। নির্বাচনে কিভাবে প্রার্থী ঠিক হয় তা না জানার কারনেই উনি ভুলভাল কথা বলছেন’। মঙ্গলবার সকালে দিল্লি থেকে নিজের উত্তরবঙ্গের বাড়িতে ফিরে আসেন জন বার্লা। দুপুরে বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউ-র একটি বৈঠকে যোগ দেন তিনি। সেখান থেকেই মনোজ টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, ‘আমার আশীর্বাদ ছাড়া কি করে মনোজ জেতে দেখে নেব। টিকিট পাওয়ার আগে একবারও মনোজ আমাকে জিজ্ঞাসাও করেনি। আমার তৈরি চা শ্রমিক সংগঠন ভাঙার চেষ্টা করেছে মনোজ। এরা ভোটে জিতলে সাধারণ চা শ্রমিকদের বিষাক্ত ছোবল দেবে। আমরা ভোট দেব আর শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে এমনটা হতে দেব না’। তিনি আরও বলেন, ‘মনোজের নিয়মে আমি চলব না, আমার নিয়মে মনোজকে চলতে হবে। ও একটাও বন্ধ চা বাগানে যায়নি, দুবারের বিধায়ক হয়েও মানুষের জন্য কিচ্ছু করেনি’। প্রয়োজনে পুরনো সংগঠন আদিবাসী বিকাশ পরিষদের হয়ে চা শ্রমিকদের দাবি নিয়ে আবারও পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)