• অপেক্ষাই সার, শাহজাহানকে হাতে পেল না সিবিআই
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে হেফাজতে পেল না সিবিআই। প্রায় দু"ঘণ্টা অপেক্ষা করে ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছে তা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই যুক্তিতে বর্তমানে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি শেখ শাহজাহানকে। মঙ্গলবার সন্দেশখালির ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তার সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার বিকেলে ভবানী ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা। চারটি গাড়িতে করে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীও। বিকেল সাড়ে চারটের মধ্যেই শাহজাহানকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত সহ তদন্তের কাগজপত্রও হাতে নেওয়ার কথা ছিল সিবিআইয়ের। প্রসঙ্গত, মঙ্গলবার সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দুটি এফআইআর দায়ের হয়েছিল। বনগাঁ থানায় আরও একটি এফআইআর দায়ের হয়। এই তিন মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। বর্তমানে তাকে সিআইডি হেফাজতে রাখা হয়েছে। এবার আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে তুলে দিতে হচ্ছে সিবিআইয়ের হাতে।
  • Link to this news (আজকাল)