• ইউটিউবে 'বিখ্যাত' ক্লাব কচুরির দোকান! ক্রেতাকে মা-বাবা তুলে গাল...
    ২৪ ঘন্টা | ০৬ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েক বছরে, এই দোকানে ফুড ভ্লগার ও ইউটিউবারদের ভিড় লেগেই আথে। শহর-জেলার গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশের কন্টেন্ট ক্রিয়েটাররাও এখানে এসে ভিডিয়ো শ্য়ুট করেছেন। যাঁরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে নিয়মিত, তাঁরা খুব ভালো ভাবেই চিনে গিয়েছেন বড়বাজারের লালি ছাঙানির ক্লাব কচুরির একফালি দোকানটিকে (Chhangani Club Kachori)। মাত্র দু'টি পদই এখানে দেদারে বিক্রি হয়। ক্লাব কচুরি এবং জিলিপি। কচুরির সঙ্গে বিকানির মশলা দিয়ে তৈরি আলুর তরকারির উপর ভুজিয়া ছড়িয়ে দেওয়া হয়। বেশ কিছু ফুড ভ্লগারের দাবি এটাই নাকি এখন কলকাতার সেরা ক্লাব কচুরির ঠিকানা! তাঁরা মানুষকে বিশ্বাস করিয়েছেন যে, এর চেয়ে ভালো ক্লাব কচুরি এই শহরের আর কোথাও পাওয়া যায় না। এবার ভ্লগ করতে গিয়ে, এই দোকানের মালিক লালি ছাঙানি ওরফে 'কচুরিওয়ালা চাচা'র (Kachoriwala Chacha) কদর্য রূপটা সকলের সামনে তুলে ধরলেন এক ভ্লগার।এবার আসা যাক ঘটনায়: একজন কচুরি কিনতে এসে লালিকে বলেছিলেন, 'দোকানটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারেন তো!' আর এই কথা শুনেই মেজাজ হারান লালি। অগ্নিশর্মা অবতারে উত্তীর্ণ হন তিনি। কচুরি বিক্রি ছেড়ে উঠে দাঁড়িয়ে, ওই ক্রেতাকে লালি অকথ্য় ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। আর গালি দিতেই দিতেই তাকে দোকান থেকে বার করে দেন। বলেও দেন যে, ওই ক্রেতা যেন কখনই মুখ না দেখায় আর! লালির কুকীর্তি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। একই ভাবে তারঁ কচুরিও ভাইরাল হয়েছিল। বলাই বাহুল্য এহেন আচরণের জন্য় লালিকে ধুয়ে দিচ্ছেন নেটাগরিকরা।   
  • Link to this news (২৪ ঘন্টা)