• রাত পোহালেই মেট্রো উদ্বোধনে প্রধানমন্ত্রী, আমন্ত্রণ সত্ত্বেও অনিশ্চিত মমতা
    প্রতিদিন | ০৬ মার্চ ২০২৪
  • স্টাফ রিপোর্টার: রাত পোহালেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাঁর উপস্থিতি অনিশ্চিত বলেই খবর নবান্ন সূত্রে। মুখ্য়মন্ত্রীর অন্যান্য কাজ রয়েছে বলে দাবি করেছে সেই সূত্র।

    এদিন শুধু হাওড়া-এসপ্ল্যানেড নয়, মোট ১১.৪৫ কিমি মেট্রোপথ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তারমধ্যে রয়েছে কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ‌্যয় (অরেঞ্জ লাইন) ৫.৪ কিমি, হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড (গ্রিন লাইন) ৪.৮ কিমি, তারাতলা-মাঝেরহাট (পার্পল লাইন) ১.২৫ কিমি। সকাল ১০টা ১‌৫ মিনিটে মেট্রো পরিষেবা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বারাসতে জনসভা করতে বেরিয়ে যাবেন।

    উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দ্বিতীয়বার বঙ্গসফরে এসেছেন মোদি। জনসভা ছাড়াও মেট্রো উদ্বোধন করবেন তিনি। প্রথমবারের সফরে রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দ্বিতীয়বারের সফরে সেই সাক্ষাৎ হবে কিনা তা জানা যায়নি।
  • Link to this news (প্রতিদিন)