• প্রেসক্রিপশন ছাড়াই পিল!
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • এই সময়: ভারত যেন ব্যতিক্রমীই। এ দেশে ওভার-দ্য-কাউন্টার প্রায় সব ওষুধই কেনা যায়। কিন্তু আমেরিকার মতো বেশ কিছু দেশে নাকি ডাক্তার লিখে না-দিলে সাধারণ জ্বর-কাশির ওষুধও পাওয়া যায় না। গর্ভনিরোধক পিল তো নৈব নৈব চ। তবে সময় পাল্টাচ্ছে।মার্কিন প্রশাসন সূত্রের খবর, এ বার প্রেসক্রিপশন ছাড়াও সে দেশে কেনা যাবে গর্ভনিয়ন্ত্রণের পিল। এ মাসের শেষ থেকেই এক মাস বা তিন মাসের প্যাকেজ পিল দোকানে সহজলভ্য হবে বলে জানিয়েছে প্রথম সারির একটি ফার্মা কোম্পানি।

    বিশেষজ্ঞদের মতে, ২০২২-এ ইউএস সুপ্রিম কোর্ট গর্ভপাতের অধিকার কেড়ে নিয়েছে বলেই এই পদক্ষেপ।
  • Link to this news (এই সময়)