• Kolkata Weather : মার্চের প্রথম সপ্তাহেই ভ্যাপসা গরমে চরম ভোগান্তি, স্বস্তির বৃষ্টি কবে?
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • বাড়ছে ভ্যাপসা গরম। তবে কি মার্চেই হাসফাঁস করা পরিস্থিতি তৈরি হবে? নাকি স্বস্তি ফেরাবে বৃষ্টিপাত? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া।হালকা উত্তর পশ্চিমের হাওয়া বইবে। তবে স্বস্তির খবর, আগামী তিনদিন সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। কবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শেষে বাড়বে গরম। অর্থাৎ আপাতত স্বস্তির বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    কলকাতায় বেড়েছে তাপমাত্রার পারদ। এখনই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এদিন সকালে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। পরে পরিষ্কার হবে আকাশ। আগামী তিনদিন তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ।

    মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়ায় অস্বস্তি বাড়ছে। তবে তিলোত্তমাতে আপাতত স্বস্তির সম্ভাবনা নেই।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    হালকা শীতল হাওয়ায় আগামী তিন দিনে দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিন সকালে-সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষেই তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা বাড়তে পারে। রবিবার থেকে ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ।

    একনজরে দেশের আবহাওয়া

    নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম ভারতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কেরল সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
  • Link to this news (এই সময়)