• Kolkata Municipal Corporation: রাস্তা খারাপ! হাজির ক্যুইক রেসপন্স ভ্যান
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • এই সময়:প্রতিবেশীর বাড়ির সামনে জলের লাইনের ফেরুল পরিষ্কার করা হয়েছে। তাই গলির রাস্তায় দিনের পর দিন খন্দ হয়ে রয়েছে। নিকাশি সংযোগের ক্যাচপিটের লাইন সারাতেও রাস্তা খোঁড়া হয়েছে। কাজের পরে সেই রাস্তার গর্ত মাটি দিয়ে বুজিয়ে রাখা হয়েছে মাসের পর মাস।বিভিন্ন প্রয়োজনে প্রতি দিন কলকাতার নানা ওয়ার্ডে এভাবে রাস্তা খুঁড়ে রাখা হলেও তা সারাই না করে ফেলে রাখার অভিযোগ নতুন কিছু নয়। সেই দায় থেকে মুক্ত হতে চাইছে কলকাতা পুরসভা।

    এবার থেকে কলকাতা পুরসভাকে হোয়াটস অ্যাপে রাস্তার এই খানাখন্দের ছবি তুলে পাঠিয়ে দিলেই, তিন থেকে চার ঘণ্টার মধ্যে সমাধান হয়ে যাবে সমস্যার। রাস্তা খারাপের অভিযোগ পাওয়া মাত্রই পাড়ায় কিংবা বাড়ির সামনে পৌঁছে যাবে পুরসভার সড়ক বিভাগের ক্যুইক মোবাইল রেসপন্স ভ্যান। পুরকর্মীরা সারিয়ে দেবেন পাড়ার ভাঙা রাস্তা। যে বাসিন্দা হোয়াটস অ্যাপ চ্যাটবটে অভ্যস্ত নন, তিনি যদি কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ফোন করেও অলি-গলির রাস্তা খারাপ রয়েছে বলে ঠিকানা দিয়ে দেন, তাহলেও সেখানেও পৌঁছে যাবে রাস্তা সারাইয়ের গাড়ি।

    এই ক্যুইক রেসপন্স মোবাইল ভ্যানে থাকবেন রাস্তা সারাইয়ের কয়েক জন কর্মী। ১০ থেকে ১৫ ব্যাগ কোল্ড মিক্স, মিহি বালির বস্তা, সিমেন্ট, স্টোনচিপস, ইট থাকবে ভ্যানে। এ ছাড়াও সেখানে থাকবে, কোদাল, বেলচা, কড়াই, দড়ি।

    সড়ক বিভাগের মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘এখনও পর্যন্ত তিনটি ক্যুইক রেসপন্স মোবাইল ভ্যান কাজ করছে। উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতায় একটি করে গাড়ি রয়েছে। ভবিষ্যতে এই গাড়ির সংখ্যা আরও বাড়বে।’ কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাসে তিনটি ক্যুইক রেসপন্স মোবাইল ভ্যান শহরের বিভিন্ন প্রান্তে ৪১ টি পাড়ায় অলি-গলির রাস্তা সারাইয়ের কাজ করেছে।

    যার মধ্যে রয়েছে উত্তর কলকাতার বাগবাজার, উল্টোডাঙা, বিধান সরণি। দক্ষিণ কলকাতার, হাজরা, আলিপুর, গড়িয়া ছাড়াও ইএম বাইপাস এবং বেহালার জেমস লং সরণি। সড়ক বিভাগের এক আধিকারিক জানান, রাস্তা বা অলি-গলিতে খানাখন্দের খবর এলে সারাইয়ের ক্ষেত্রে কোনও বিলম্ব করা যাবে না বলে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)