Kolkata Underwater Metro Live Update : উদ্বোধনের পর মেট্রো সফর প্রধানমন্ত্রীর, পাশে পড়ুয়ারা
এই সময় | ০৬ মার্চ ২০২৪
ইতিহাস সৃষ্টির পথে পথে কলকাতা মেট্রো। আজ বুধবারই গঙ্গার তলা দিয়ে মেট্রো পথের উদ্বোধন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই এই মেট্রো পথের উদ্বোধন হতে চলেছে। আজ মোট ৩টি মেট্রো সেকশেনর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেগুলি হল এসপ্ল্যানেড - হাওড়া ময়দান, কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় এবং তারাতলা-মাঝেররহাট। এর ফলে প্রচুর মানুষ উপকৃত হবেন বলে আশা করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সমস্ত্ আপডেট জেনে নিন।>বারাসতের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর, একটু পরেই সভা নরেন্দ্র মোদীর।
>মেট্রো সফর প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদীর পাশে বসে স্কুল পড়ুয়ারা।
>কলকাতা মেট্রো গঙ্গার নীচের পথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কবি সুভাষ - হেমন্ত মুখোপাধ্যায় এবং জোকা - মাঝেরহাট মেট্রো সেকশনেরও হল উদ্বোধন।
>মেট্রো কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়তেও দেখা গেল নরেন্দ্র মোদীকে।
> রাজভবন থেকে বেরিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ মনে করছে, গঙ্গার তলা দিয়ে মেট্রো পথের উদ্বোধন হলে হাওড়া এবং শিয়ালদার মতো দুটি প্রধান রেলওয়ে টার্মিনাসকে সংযুক্ত করা যাবে এবং এসপ্ল্যানেড স্টেশনে উত্তর - দক্ষিণ মেট্রো ও জোকা - এসপ্ল্যানেড করিডোরকেও যুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি এটি বহু বছরের যানজট সমস্যাও মিটিয়ে দেবে অনেকটাই। এছাড়া হুগলি, হাওড়া, মেদিনীপুরের পাশাপাশি অন্যান্য রাজ্যের দূরবর্তী স্থান থেকে আগত মানুষজন ইস্টার্ন রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া স্টেশনে নেমে সঙ্গে সঙ্গে মেট্রো পরিষেবা গ্রহণ করতে পারবেন।
মেট্রো পথ উদ্বোধনের পর বারাসতে একটি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির মহিলারা আসবেন বলে জানা যাচ্ছে।