• বুধ থেকে গঙ্গার নীচে ৫২০ মিটার পথে মেট্রো, বিশ্বের আর কোথায় কোথায় রয়েছে এই রেলপথ? জানুন
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন কলকাতার আন্ডারওয়াটার মেট্রো রুটের। দেশের মধ্যেই বাংলাই একমাত্র রাজ্য যেখানে জলের তলা দিয়ে ছুটবে মেট্রো। জানেন কি বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যেখানেও জলের তলায় রয়েছে সুড়ঙ্গপথ। ভোঁ করে ট্রেন ছুটে যায় সেখানে।গঙ্গার নীচ দিয়ে বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা সর্বসাধারণের জন্য খুলে যাওয়ার অপেক্ষায় ছিল কলকাতাবাসী। অবশেষে সেই দিন উপস্থিত। মোদীর হাত ধরে উদ্বোধনের পরই হু হু করে মেট্রো ছুটবে গঙ্গার নীচ দিয়ে। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচ দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছতে লাগবে ৩০ টাকা। এই পথটি গঙ্গার নীচ দিয়ে মোট ৫২০ কিলোমিটার বিস্তৃত। তবে বিশ্বে এর চেয়েও দীর্ঘপথে জলের নীচ দিয়ে ছোটে ট্রেন। কোথায় কোথায় আছে সেই টানেল?

    জাপানের সেইকান টানেলজাপানের হোক্কাইডো দ্বীপ এবং আওমরি এলাকা সংযুক্ত করে সেইকান টানেল। এটি ৫৩.৯ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে ২৩.৩ কিলোমিটার রেলপথে রয়েছে জলের তলায়।

    ফ্রান্সের চ্যানেল টানেলএটি ৩৭.৯ কিলোমিটার দীর্ঘ। ব্রিটিশ শহর ফোকস্টোন এবং উত্তর ফ্রান্সের পাস-ডি-ক্লাইসকে যুক্ত করে এই ট্রেনপথ।

    বোমলাফোর্ড টানেল, নরওয়েএটি ৭.৮ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ। বোমলাফোর্ড টানেল স্টর্ড মিউনিসিপ্যালিটির ফিনো আইল্যান্ড থেকে সিভিও মিউনিসিপ্যালিটির দালশোভদা পর্যন্ত বিস্তৃত। জলের তলা দিয়ে গাড়ি যাতায়াত করে এই রাস্তায়।

    নরওয়ের ইকসুন্দ টানেলনরওয়ের এই অপর সুড়ঙ্গটিও জলের তলা দিয়ে বিস্তৃত। এটি ৭.৭ কিলোমিটার দীর্ঘ। নরওয়ের মূল ভূখণ্ডকে ইকার হারেইডল্যান্ডেডের সঙ্গে যুক্ত করে এটি।

    নরওয়ে নর্থ কেপ টানেলএই দেশে রয়েছে আরও একটি সুড়ঙ্গপথ। যা জলের তলায় ৬.৮ কিলোমিটার বিস্তৃত। এটি নরওয়ের মূল ভূখণ্ডকে হনিংসভ্যাগের সঙ্গে যুক্ত করে।

    UK-র সেভার্ন টানেলUK-র এই সেভার্ন রেলপথ ৩.৬২ কিলোমিটার দীর্ঘ। এটি সেভার্ন নদীর তলা দিয়ে গিয়েছে। সাউথ গ্লাউসেস্টারশায়ারের সঙ্গে মনমাউথশায়ারকে যুক্ত করে এটি।

    অস্ট্রেলিয়ার সিডনি হারবার টানেল২.৮ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি একটি টুইন টিউব সুড়ঙ্গপথ। এটি ওয়ারিংগা ফ্রিওয়ে থেকে ইস্ট ডিস্ট্রিবিউটরের সিডনি হারবার ব্রিজ পর্যন্ত বিস্তৃত।

    অন্যদিকে, দুবাই শহরকে ভারতের মুম্বই শহরের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি জলের তলার ট্রেনের উপর কাজ চলছে। ২ হাজার কিলোমিটার পথে দুবাইকে মুম্বইয়ের সঙ্গেসংযুক্ত করবে এই আন্ডারওয়াটার টানেল।
  • Link to this news (এই সময়)