• Kashi Vishwanath Temple : মহাশিবরাত্রিতে ভক্তদের জন্য সুখবর! টানা ৩৬ ঘণ্টা খোলা কাশী বিশ্বনাথ মন্দির
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • মাঝে মাত্র একটা দিন। ৮ মার্চ দেশে পালিত হবে মহা শিবরাত্রি। আর সেই উপলক্ষে ৩৬ ঘণ্টা খোলা থাকবে কাশী বিশ্বনাথ মন্দির। জানা গিয়েছে, বারাণসীর এই মন্দিরের গর্ভগৃহের দ্বার ভক্তদের জন্য দীর্ঘক্ষণ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।৮ মার্চ মহা শিবরাত্রি উপলক্ষে কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেষ মঙ্গলারতি হবে। তারপর থেকে টানা ৩৬ ঘণ্টা খোলা থাকবে মন্দিরের দরজা। বাবা বিশ্বনাথের দর্শন করতে পারবেন শিব ভক্তরা।

    পবিত্র শিবরাত্রির দিন কাশী বিশ্বনাথের মন্দিরে ১০ লাখ ভক্তের ভিড় উপচে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। পুণ্যার্থীদের জনজোয়ার সামাল দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। এ প্রসঙ্গে মন্দিরের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র বলেন, 'ভক্তরা চারটি পৃথক লাইন করে কাশী বিশ্বনাথ মন্দির প্রবেশের সুযোগ পাবেন। এরপর ঝারোকা দর্শন করতে পারবেন তারা। অর্থাৎ গর্ভগৃহের বাইরে থেকে বাবা বিশ্বনাথের দর্শন করা যাবে। গর্ভগৃহের দরজা খোলা থাকবে ৯ মার্চ, শনিবার সকাল ১১টা পর্যন্ত। টানা ৩৬ ঘণ্টা থাকবে ভগবান দর্শনের সুযোগ।' তবে এই সময়ের মধ্যে বাবা বিশ্বনাথের মূর্তি স্পর্শ করে আশীর্বাদ নেওয়া যাবে না। স্পষ্ট জানিয়েছেন মন্দিরের মুখ্য এক্সিকিউটিভ অফিসার।

    এ ছাড়াও মহা শিবরাত্রির সময় কোনও টিকিট সিস্টেম থাকছে না। VIP দর্শনের জন্যও আলাদা করে কোনও ব্যবস্থা করা হচ্ছে না। VIP দর্শনের জন্য ওইদিন সাধারণ পুণ্যার্থীদের লাইনে কোনও পরিবর্তন করা হবে না।

    ২০২১ সালের ১৩ ডিসেম্বর কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দিরকে। পুণ্যার্থীদের পুজো দেওয়ার সুবিধার্থে একাধিক অত্যাধুনিক পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। এরপর থেকেই মন্দিরে ভক্ত সমাগম উপচে পড়েছে। কর্তপক্ষের মতে, আগের তুলনায় এখন বাবা বিশ্বনাথের দর্শনে আসা ভক্তদের সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। বিশেষত মহা শিবরাত্রি, নতুন বছরের প্রথম দিন, শ্রাবণ মাসের প্রথম সোমবারের মতো দিনগুলিতে থিকথিক করে ভিড়। এ বছরও ৮ মার্চ, মহা শিবরাত্রির দিন রেকর্ড সংখ্যক পুণ্যার্থী কাশী বিশ্বনাথের দর্শনে আসবে বলেই আশাবাদী মুখ্য এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র।

    ২০২৩ সালের মহা শিবরাত্রির দিন ৬ লাখ ৮৮ হাজার ভক্ত সমাগম হয়েছিল এই তীর্থস্থানে। ২০২২ এবং ২০২৩ সালে শ্রাবণ মাসে মোট পুণ্যার্থীর সংখ্যা ছিল সাত লাখ।

    এ ছাড়াও গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর থেকে উত্তর প্রদেশের পুণ্যস্থানগুলিতে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। অযোধ্যায় রামলালার দর্শনের পাশাপাশিই ভিড় বাড়ছে কাশী বিশ্বনাথের মন্দিরেও।
  • Link to this news (এই সময়)