• Holiday List 2024 : হাতে ২টি হলিডে উইকএন্ড! একনজরে মার্চের ছুটির তালিকা
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • দেখতে দেখতে বছরের তৃতীয় মাস হাজির। কেটে গিয়েছে পাঁচটি দিনও। সঙ্গে এসে গিয়েছে বসন্তও। কথায় আছে, বারো মাসে তেরো পার্বন। আর সামনেই রয়েছে জমজমাট পার্বন, হোলি। রঙের উৎসবে ছুটি কবে? মার্চ মাসে আর কোন কোন দিন সরকারি ছুটি রয়েছে? টুক করে বাক্স প্যাঁটরা গুছিয়ে উইকএন্ড ট্যুর করে আসার সুযোগ রয়েছে কি? জেনে নিন এ মাসের ছুটির তালিকা।দু'টি লম্বার ছুটির উইকএন্ড মিলতে পারে মার্চ মাসে। একাধিক রাজ্যে ৮ মার্চ মহাশিবরাত্রি উপলক্ষে ছুটির সম্ভাবনা রয়েছে। তবে সেটি ঐচ্ছিক। এদিন সরকারি ছুটি না থাকলেও অনুমতি সাপেক্ষে একজন কর্মচারী ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারেন। ঠিক তার পর ৯ এবং ১০ মার্চ রয়েছে উইকএন্ড। অতএব বসের থেকে অনুমতি মিললেই টুক করে বেড়িয়ে আসতে পারেন কাছে-পিঠে। গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্য প্রদেশ, ওডিশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ, মধ্য প্রদেশ, তেলঙ্গানা, জম্মু ও কাশ্মীর, কেরালা, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশে মহাশিবরাত্রি উপলক্ষে ছুটি রয়েছে। বন্ধ থাকবে সংশ্লিষ্ট রাজ্যের ব্যাঙ্কও।

    এরপরই রয়েছে রঙের উৎসব। আগামী ২৫ মার্চ, সোমবার দেশজুড়ে পালিত হবে হোলি। সে দিনটি গোটা দেশেই সরকারি ছুটি। তার ঠিক আগে ২৩ এবং ২৪ মার্চ রয়েছে উইকএন্ড। অতএব দোলের সময়ও পেয়ে যেতে পারেন ছোট্ট একটা হলিডে উইকএন্ড। এই সময়ও দিঘা-পুরী-দার্জিলিং বেড়ানোর প্ল্যান করা যেতেই পারে। পর পর তিনদিন হোলির সময় ছুটি পাচ্ছেন ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, জম্মু, সিকিম, অরুণাচল প্রদেশ, রাজস্থান, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, মেঘালয়, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশের বাসিন্দারা।

    ২০২৪ সালে সব কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক অফিসগুলি প্রায় ১৭টি গেজেটেড ছুটি পাবে। এছাড়াও রয়েছে বিকল্প ছুটি। সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত এবং সরকারি গেজেটে প্রকাশিত ছুটিকে গেজেটেড ছুটি বলে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যে ছুটি কর্মীরা নিতে পারেন তাকে বলা হয় ঐচ্ছিক ছুটি। ঐচ্ছিক ছুটির দিনগুলো বছর শুরুর আগেই ঘোষণা করে দেওয়া হয়। ধর্মীয় পরবের জন্য সরকারি কর্মীরা তিনদিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

    রইল মার্চের ছুটির তালিকা৮ মার্চমহা শিবরাত্রিশুক্রবারসরকারি ছুটি২০ মার্চনওরোজবুধবারঐচ্ছিক ছুটি২৫ মার্চহোলি/দোলযাত্রাসোমবারসরকারি ছুটি২৯ মার্চগুড ফ্রাইডেশুক্রবারসরকারি ছুটি
  • Link to this news (এই সময়)