• Realme 12 series: বৃষ্টিতে অনায়াসেই ব্যবহার করুন নয়া এই 5G স্মার্টফোন, চমকে দেওয়ার মত ফিচার আনল Realme 12 সিরিজ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
  • Realme নিয়ে আসছে কোম্পানির নয়া স্মার্টফোন Realme 12 সিরিজ । ভারতের বাজারে ঝড় তুলতে আজই লঞ্চ হতে চলেছে Realme 12 5G এবং Realme 12+ 5G । লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে এই 5G স্মার্ট ফোনের দাম। ১৯ হাজারের কম দামে লঞ্চ হতে চলেছে Realme 12 5G-এর 8GB RAM, 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনে কী কী বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন রয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)