• ‌বারাসতে আজ সভা মোদির, সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ এলাকা...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আরামবাগ, কৃষ্ণনগরের পর বুধবার বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল থেকেই বারাসত, মধ্যমগ্রাম এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এদিন বিজেপির মহিলা মোর্চার ‘‌নারীশক্তি বন্দন’‌ জনসভায় যোগ দেবেন মোদি। এখনও অবধি যা জানা গেছে, কলকাতা এয়ারপোর্ট থেকে সড়কপথে বারাসত আসবেন মোদি। আর তাই এয়ারপোর্ট থেকে বারাসত কাছারি ময়দান অবধি রাস্তায় রাস্তা পুলিশ পুলিশে ছয়লাপ। এদিনের সভায় উপস্থিত থাকতে চলেছেন সন্দেশখালির নির্যাতিতা মহিলারা। মোদি তাঁদের সঙ্গে কথা বলবেন।প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই রাজ্যে চলে এসেছেন মোদি। রাতটা কাটিয়েছেন রাজভবনে। বুধবার সকালে হাওড়া–এসপ্ল্যানেড সহ মোট ১১.৪৫ কিমি মেট্রোপথ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তার মধ্যে রয়েছে কবি সুভাষ–হেমন্ত মুখোপাধ‌্যয় (অরেঞ্জ লাইন) ৫.৪ কিমি, হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড (গ্রিন লাইন) ৪.৮ কিমি, তারাতলা–মাঝেরহাট (পার্পল লাইন) ১.২৫ কিমি। সকাল ১০টা ১‌৫ মিনিটে মেট্রো পরিষেবা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বারাসতে জনসভা করতে বেরিয়ে যাবেন। 
  • Link to this news (আজকাল)