• শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শেখ শাহজাহানের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দেশখালি, সরবেরিয়া, কলকাতার প্রচুর জমি, ফ্ল্যাট, ভেড়ি সহ মোট ১৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার আর্থিক তছরুপ মামলায় শাহজাহানের ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। বাড়িতে প্রবেশ করার আগেই আধিকারিকদের ওপর হামলা করেছিলেন গ্রামবাসীরা। তখন থেকেই শাহজাহান নিখোঁজ ছিলেন। ৫৫ দিন পর ২৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। হাইকোর্টের নির্দেশের পর ভবানী ভবনে তাঁকে হেফাজতে নিতে পৌঁছেও যান সিবিআই আধিকারিকরা। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এরপরই সন্ধেয় শেখ শাহজাহানকে না নিয়েই বেরিয়ে যান আধিকারিকরা।
  • Link to this news (আজকাল)