প্রার্থীর নাম না লিখেই শুরু ভোটের প্রচার, চন্দ্রকোনায় দেওয়াল লিখনে ঝড় তুলছে বামেরা
২৪ ঘন্টা | ০৬ মার্চ ২০২৪
চম্পক দত্ত: ভোটের নির্ঘন্ট ঘোষনা হয়নি। প্রকাশ হয়নি প্রার্থী তালিকাও। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই দিন রাত রং তুলি হাতে অভিনব কার্টুন চিত্র ও ছড়া এঁকে চন্দ্রকোনায় লোকসভা ভোটের প্রচারে সাড়া ফেলেছে বাম কর্মীরা। চন্দ্রকোনা শহরের দেওয়ালে ধর্মীয় বিভাজনের রাজনীতি রুখতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা থেকে মোদী-মমতাকে কটাক্ষ করে কার্টুন চিত্র, আবার কোথাও দিদি-মোদীর আমলে কৃষকের হাল কার্টুন চিত্রে তুলা ধরা থেকে 'ফেরাতে হাল ফিরুক লাল' দেওয়াল লিখনে এমনও আবেদন করা হয়েছে বামেদের এই অভিনব প্রচারে। শুধু দেওয়াল লিখনই নয় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে চলছে জোরকদমে প্রচার।২০২৪ লোকসভা নির্বাচনের নির্দিষ্টভাবে এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের আবহাওয়া চলে এসেছে। রাজ্য ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়ে জেলায় জেলায় চলছে বাহিনীর রুটমার্চ। এদিকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজনৈতিক দল থেকে জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক সেরে নির্বাচন সংক্রান্ত একাধিক বার্তাও দিয়ে দিয়েছ। তবে ভোটের নির্ঘন্ট ঘোষনা হয়নি এখনও। রাজনৈতিক দলগুলির পুর্নাঙ্গ প্রার্থী তালিকাও ঘোষণা হয়নি। তবে প্রার্থীর নাম ছেড়ে রেখে অভিনব প্রচারে যথেষ্ট সাড়া ফেলেছে বামেরা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। শাসকদল তৃণমূল ও বিজেপিকে পেছনে ফেলে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখনে রীতিমতো ঝড় তুলেছে সিপিআইএম। চন্দ্রকোনা শহরের গাজীপুর, সেন্ট্রাল বাসস্ট্যান্ড, গাছ শীতলা মোড়, কলেজ রোড কিংবা গোবিন্দপুর সব জায়গায় দেখা গিয়েছে এই ছবি।কোথাও কার্টুন চিত্রে তুলে ধরা হয়েছে 'দাড়ি হোক বা প্লাস্টার দুটোই লোক ঠকানোর মাস্টার'। কোথাও আবার ধর্মীয় বিভাজনের রাজনীতি রুখতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরে কার্টুন চিত্রে লেখা হয়েছে, 'খ্রিষ্টে আর কৃষ্টে কোনো তফাত নাই রে' ।আবার কোনও দেওয়ালে কেন্দ্রকে কটাক্ষ করে তুলে ধরা হয়েছে, 'দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান'। আবার কোনও দেওয়ালে বার্তা দেওয়া হয়েছে, 'ফেরাতে হাল ফিরুক লাল', এমনকি কৃষকদের নিয়ে কেন্দ্র রাজ্যকে দুষে কার্টুন চিত্রের মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে, 'মোদী দিদির কৃষকের হাল'। চন্দ্রকোনা দু'নম্বর ব্লক, চন্দ্রকোনা পৌর এলাকা সহ গ্রামগঞ্জের বিভিন্ন এলাকাতেও বামেদের তরফে চলছে দেওয়াল লিখনে কার্টুন-ব্যঙ্গচিত্র ও ছড়া তুলে ধরে এই অভিনব প্রচার। গাঁটের কড়ি খরচ না করে, কোনও পেশাদার পেন্টার ছাড়াই, সকাল সন্ধ্যা পালা করে বাম কর্মীরা নিজেরাই রং তুলি হাতে দেওয়াল লিখনে প্রচারে ঝড় তুলেছে।শুধু দেওয়াল লিখন নয়, লাল ঝান্ডা নিয়ে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে বাম নেতা কর্মীদের। এই বিষয়ে চন্দ্রকোনার সিপিআইএম নেতা সুস্মিত পাল বলেন, ‘আমাদের কর্মীরা নিজেদের কাজ সহ সারাদিনই রাজনৈতিক কাজে ব্যস্ত থাকে। স্বভাবতই তার মাঝে ফাঁকা সময় দেখে দেওয়াল লিখনের কাজ করতে হচ্ছে। সন্ধ্যা হোক বা রাত যখন সময় পাচ্ছে তখনই দেওয়াল লিখনের কাজে লেগে পড়ছে’।কার্টুন বা ব্যঙ্গচিত্র নিয়ে সিপিআইএম নেতা বলেন, ‘সমাজে যা ঘটে চলেছে, প্রবহমান সময়ে আমাদের চোখের সামনে যা ভেসে উঠেছে তাই তুলে ধরা হয়েছে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষনের জন্য। আমাদের কর্মীদের অনেকেই রয়েছে পয়েন্টিংয়ে হাত ভালো তারা দেওয়াল লিখনের কাজে হাত লাগাচ্ছে। ভালো পেইন্টার দিয়ে দেওয়াল লেখাতে গেলে তা অনেকটাই ব্যায়বহুল তা আমরা পেরে উঠবোনা’।