পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ জাতীয় মহিলা কমিশনের, মুর্মুর কাছে রিপোর্ট পেশ
এই সময় | ০৬ মার্চ ২০২৪
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করল জাতীয় মহিলা কমিশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করা এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। এক সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে, সন্দেশখালি থানায় মোতায়েন করা কর্মীদের পরিবর্তন, গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থাকে জোরদার করা, আইনি সহায়তা এবং পুনর্বাসন সহ অপরাধের শিকার যাঁরা তাঁদের জন্য জন্য সহায়তা পরিষেবা প্রতিষ্ঠা করা এবং কাউন্সিলিং-এর সুপারিশও করা হয়েছে।জানা গিয়েছে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা মঙ্গলবার মুর্মুর সঙ্গে দেখা করেন এবং রিপোর্ট জমা দেন। গত মাসে সন্দেশখালিতে তাঁর এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিমের দ্বারা প্রাপ্ত তথ্যর ভিত্তিতে ওই রিপোর্ট তৈরি করা হয়েছে। সূতের খবর, রাজ্যের বসিরহাট পুলিশ জেলায়, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিশদ বিবরণ রয়েছে ওই রিপোর্টে।